রবিবারেও খোলা থাকবে সমস্ত ব্যাঙ্ক! এবার এই কারণে বড়সড় নির্দেশ জারি করল RBI

বাংলা হান্ট ডেস্ক: আগামী ৩১ মার্চ পর্যন্ত খোলা থাকছে সমস্ত ব্যাঙ্কের শাখা। ইতিমধ্যেই এই প্রসঙ্গে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India)। ওই নির্দেশে ব্যাঙ্কগুলিকে তাদের শাখাগুলি আগামী ৩১ মার্চ পর্যন্ত খোলা রাখার বিষয়টি জানানো হয়েছে। এর ফলে গ্রাহকেরা রবিবারেও ব্যাঙ্ক সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবেন। তবে, ৩১ মার্চের পরে পরপর দু’দিন অর্থাৎ ১ ও ২ এপ্রিল ব্যাঙ্কে কোনো কাজকর্ম হবে না।

এই প্রসঙ্গে RBI জানিয়েছে যে, ২০২২-২৩ অর্থবর্ষ আগামী ৩১ মার্চ শেষ হবে। এমতাবস্থায়, সরকার সম্পর্কিত সমস্ত লেনদেন এই তারিখের মধ্যে নিষ্পত্তি করতে হবে। পাশাপাশি, RBI আরও জানিয়েছে, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (NEFT) এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS) সিস্টেমের মাধ্যমে লেনদেন ৩১ মার্চ রাত ১২ টা পর্যন্ত চলবে।

সরকারি চেকের কালেশনের জন্য স্পেশাল ক্লিয়ারিং: জানা গিয়েছে, সরকারি চেক কালেকশনের জন্য বিশেষ ক্লিয়ারিং সম্পন্ন হবে। যার ফলে ডিপার্টমেন্ট অফ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম (DPSS) প্রয়োজনীয় নির্দেশ জারি করবে। উল্লেখ্য যে, DPSS, RBI-এর অধীনে আসে। এমতাবস্থায়, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের লেনদেন রিপোর্ট করার জন্য রিপোর্টিং উইন্ডো ১ এপ্রিল দুপুর পর্যন্ত খোলা থাকবে।

৩১ মার্চের মধ্যে আধারের সাথে প্যান লিঙ্ক করুন: আপনি যদি এখনও আপনার প্যান কার্ডটিকে আধারের সাথে লিঙ্ক না করে থাকেন সেক্ষেত্রে আগামী ৩১ মার্চ, ২০২৩-এর মধ্যে এটি সম্পন্ন করুন। নাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এদিকে, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) গত ৩০ জুন, ২০২২ থেকে আধারের সাথে প্যান লিঙ্ক করার জন্য ১,০০০ টাকার লেট ফি নিচ্ছে।

rbi

PPF-সুকন্যা অ্যাকাউন্টে মিনিমাম অ্যামাউন্ট জমা করুন: আপনার যদি একটি পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) অ্যাকাউন্ট থাকে, কিন্তু এই অর্থবর্ষে টাকা জমা করতে না পারেন সেক্ষেত্রে ওই অ্যাকাউন্ট সক্রিয় রাখতে আগামী ৩১ মার্চ পর্যন্ত সেখানে মিনিমাম অ্যামাউন্ট জমা করুন। PPF এবং SSY-তে টাকা জমা না হলে এই অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয় (বন্ধ) হয়ে যেতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর