চলতি মাসে ৮ দিন থাকবে ব্যাঙ্ক বন্ধ! ভোগান্তি এড়াতে দেখে নিন সম্পূর্ণ তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে রীতিমতো আতঙ্কিত সারাদেশ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিত এবং মৃত্যুর সংখ্যা। গত দিনেও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় চার লক্ষ। করোনাকালে অন্যতম এক বড় সমস্যা তৈরি হয়েছে ব্যাঙ্কগুলিকে কেন্দ্র করে। জরুরী ভিত্তিতে পরিষেবা চালু রাখলেও এই মুহূর্তে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের উপরেই গ্রাহকদের জোর দিতে অনুরোধ করছেন সকালে। তবে বেশ কিছু এমন কাজ রয়েছে যা ব্যাঙ্কের শাখায় গিয়ে করা ছাড়া উপায়ন্তর নেই। আর সেই কারণেই জেনে নেওয়া দরকার, ব্যাঙ্কের বর্তমান ছুটির তালিকা।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী চলতি মাসেও ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। এর মধ্যে অবশ্য রয়েছে সাপ্তাহিক ছুটিগুলিও। তবে সাপ্তাহিক ছুটি ছাড়াও মোট আট দিন এ মাসে বন্ধ থাকবে ব্যাঙ্ক। যার মধ্যে কিছু কিছু ছুটি অবশ্য সমস্ত রাজ্যের প্রযোজ্য নয়। কারণ অনেক উৎসবে গোটা দেশে একসঙ্গে পালন করা হয় না। আসুন জেনে নেওয়া যাক চলতি মাসে কবে কবে ছুটি থাকছে ব্যাঙ্কঃ

৯ মেঃ রবিবার (প্রত্যেক জায়গায় ব্যাঙ্ক বন্ধ)

১৩ মেঃ রমজন ইদ-(ইদ-উল-ফিতর)এর ছুটি। এদিন বেলাপুর, জম্মু, কোচি, মুম্বই, নাগপুর, শ্রীনগর, তিরুঅন্তপুরমে বন্ধ থাকবে ব্যাঙ্ক

১৪ মেঃ ভগবান শ্রী পরশুরাম জয়ন্তীর ছুটি। রমজন ইদ-(ইদ-উল-ফিতর), বসবা জয়ন্তী, অক্ষয় তৃতীয়া ৷ এদিন বেলাপুর, জম্মু, কোচি, মুম্বই, নাগপুর,শ্রীনগর, তিরুঅন্তপুরমে বন্ধ থাকবে ব্যাঙ্ক৷

১৬ মেঃ রবিবার (প্রত্যেক জায়গায় ব্যাঙ্ক )

২২ মেঃ চতুর্থ শনিবার(প্রত্যেক জায়গায় ব্যাঙ্ক বন্ধ)

২৩ মেঃ রবিবার(প্রত্যেক জায়গায় ব্যাঙ্ক বন্ধ)

২৬ মেঃ বুদ্ধ পূর্ণিমার ছুটি ৷ এদিন আগরতলা, বেলাপুর, ভোপাল, চন্ডীগড়, দেরাদুন, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মু্ম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা, শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক

৩০ মেঃ রবিবার(প্রত্যেক জায়গায় ব্যাঙ্ক বন্ধ).

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর