অগাস্ট মাসে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দুর্ভোগ এড়াতে দেখে নিন ছুটির তালিকা

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি মাসের শেষের দিকে পৌঁছে গিয়েছি আমরা। আর সপ্তাহখানেক পরেই আমরা পদার্পন করবো চলতি বছরের অষ্টম মাস অর্থাৎ অগাস্ট (August) মাসে। এমতাবস্থায়, অগাস্ট মাসে ব্যাঙ্ক কতদিন ছুটি (Bank Holidays) থাকতে চলেছে সেই তালিকা সামনে এসেছে। যেটি থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, আগামী মাসে ব্যাঙ্কিং কাজকর্ম গ্রাহকদের অবশ্যই সতর্কতার সাথে করতে হবে। কারণ, অগাস্ট মাসে ১৪ দিন বন্ধ থাকবে প্রত্যেকটি পাবলিক এবং প্রাইভেট সেক্টরের ব্যাঙ্ক।

তাই, গ্রাহকদের এই ছুটির তালিকার ওপর চোখ রেখেই ব্যাঙ্কিং কাজগুলি সেরে নিতে হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই ১৪ দিনের ছুটির তালিকার মধ্যে যুক্ত রয়েছে মাসের ৪ টি রবিবার এবং ২ টি শনিবার। তবে, অনলাইন ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং Google Pay, Phonepe ও Paytm-এর মতো অনলাইন পরিষেবাগুলি ছুটির দিনেও কার্যকর থাকবে।

অগাস্ট মাসে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুসারে, অগাস্ট মাসে শনি ও রবিবার সহ মোট ১৪ দিনের জন্য ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। তবে, নির্ধারিত ১৪ দিনের এই ছুটি কিন্তু সবজায়গায় একইসঙ্গে কার্যকর হবে না। বরং, বিভিন্ন শহর এবং রাজ্য অনুযায়ী তা পরিবর্তিত হবে। যদিও, জাতীয় ছুটিগুলির ক্ষেত্রে দেশজুড়ে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।

দেখে নিন অগাস্ট মাসে ব্যাঙ্কে ছুটির তালিকা:
১. ৬ অগাস্ট ২০২৩- রবিবার
২. ৮ অগাস্ট ২০২৩- টেন্ডং লো রামফাট (Tendong Lho Rumfaat)
৩. ১২ অগাস্ট ২০২৩- মাসের দ্বিতীয় শনিবার
৪. ১৩ অগাস্ট ২০২৩- রবিবার
৫. ১৫ অগাস্ট ২০২৩- স্বাধীনতা দিবস
৬. ১৬ অগাস্ট ২০২৩- পারসি নববর্ষ (শাহেনশাহী)
৭. ১৮ অগাস্ট ২০২৩- শ্রীমন্ত শঙ্করদেবের তিথি
৮. ২০ অগাস্ট ২০২৩- রবিবার
৯. ২৬ অগাস্ট ২০২৩- চতুর্থ শনিবার
১০. ২৭ অগাস্ট ২০২৩- রবিবার
১১. ২৮ অগাস্ট ২০২৩- প্রথম ওনাম
১২. ২৯ অগাস্ট ২০২৩- তিরুভোনম
১৩. ৩০ অগাস্ট ২০২৩- রাখি বন্ধন
১৪. ৩১ অগাস্ট ২০২৩- রাখি বন্ধন / শ্রী নারায়ণ গুরু জয়ন্তী / পাং-লাহবসোল (Pang Lhabsol)

Banks will be closed for 14 days in the month of August

গ্রাহকরা অনলাইন পরিষেবার মাধ্যমে কাজ করতে পারবেন: প্রসঙ্গত উল্লেখ্য যে, ব্যাঙ্ক ছুটির এই নির্ধারিত দিনগুলি UPI, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল পরিষেবাগুলিকে প্রভাবিত করে না। অর্থাৎ, আপনি নির্দিষ্ট দিনগুলিতে UPI-এর মাধ্যমেও টাকা স্থানান্তর করতে পারবেন। এছাড়াও, আপনি টাকা তোলার জন্য এটিএম ব্যবহার করতে পারেন। নেটব্যাঙ্কিং, এটিএম, ডিজিটাল পেমেন্টের মাধ্যমেও কাজ করা যাবে। পাশাপাশি, আপনি সহজেই ক্রেডিট এবং ডেবিট কার্ডও ব্যবহার করতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর