‘দু’পয়সার প্রেস’ মন্তব্যের জের, সাংসদ মহুয়া মৈত্রকে হাজিরা দেওয়ার নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের

বাংলাহান্ট ডেস্ক : সংসদে ক্ষুরধার বক্তব্যে বরাবারই বিপক্ষকে জেরবার করে এসেছেন তিনি। তৃণমূলের অন্যান্য সাংসদের মধ্যেও সবসময়ই নিজের জাত চিনিয়ে এসেছেন এতকাল। তিনি মহুয়া মৈত্র। স্পষ্ট বক্তা এই সাংসদই এবার বিতর্কের কেন্দ্রে। বছর দুয়েক আগে তাঁর করা একটি বক্তব্য সৃষ্টি করে বিতর্কের। এবার সেই বিতর্কের জেরেই জেরবার অবস্থা তাঁর। ‘দু’পয়সার সাংবাদিক’ বলার কারণে তৃণমূল সাংসদকে আদালতে হাজিরার নির্দেশ। সাংসদ মহুয়া মৈত্র বিরুদ্ধে সমন জারি করল ব্যাঙ্কশাল কোর্ট। আগামী ১৪ জুন, সোমবার তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরীর আবেদনে সমন জারি করা হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।

কী হয়েছিল সেদিন? নদিয়ার তৃণমূল কংগ্রেসের দায়িত্বে রয়েছেন মহুয়া মৈত্র। এক রবিবার গয়েশপুরে দলীয় বৈঠকে হাজির হন তিনি। কিন্তু তার মাঝেই কর্মীদের বিক্ষোভের সম্মুখীন হন তিনি। পোস্টার প্ল্যাকার্ড হাতে তৃণমূল নেতা মিন্টুদের নেতৃত্বে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন কর্মী-সমর্থক। দলেরই দুই গোষ্ঠীর হাতাহাতি মধ্যে পড়তে হয় তাঁকে। আর তাতেই মেজাজ হারান নদিয়ার কৃষ্ণনগরের সাংসদ। দলের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে তৃণমূল সাংসদ বলেন, ‘এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার। কিছু রাগ অভিমান ছিল। সেগুলো বৈঠকের পর মিটে গিয়েছে। খুব ভাল আলোচনা হয়েছে। একটি রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে মতবিরোধ দেখা দিতেই পারে। খুব সাধারণ ব্যাপার। আমি ফের জানুয়ারিতে আসব।’

এরপরেই তিনি তোপ দাগেন সংবাদমাধ্যমকে। তিনি বলেন, ‘কে এই দুপয়সার প্রেসকে ভিতরে ডাকে? সরাও প্রেস এখান থেকে। কেন প্রেস ডাকো তোমরা দলের মিটিংয়ে? কর্মী বৈঠক হচ্ছে, তাও কাগজে টিভিতে মুখ দেখানোর শখ।’ এই বক্তব্যের প্রতিবাদেই ওঠে বিতর্কের ঝড়।

mohua

সাংবাদিকদের প্রতিবাদের পরও ওই ঘটনায় ক্ষমা চাইলেও নিজের বক্তব্যে অনড় ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ২ পয়সার ছবি দিয়ে আবারও তির্যক মন্তব্যও করেছিলেন। জানিয়ে দিয়েছিলেন তিনি তাঁর বক্তব্যে তিনি অনড়। এবার সেই ঘটনায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে সমন জারি করল ব্যাঙ্কশাল কোর্ট।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর