গুরুতর অসুস্থ বাপ্পি লাহিড়ি, ভর্তি করা হল আইসিইউতে

বাংলাহান্ট ডেস্ক: গুরুতর অসুস্থ গীতিকার বাপ্পি লাহিড়ি (bappi lahiri)। বুধবার গভীর রাতে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বাপ্পি লাহিড়ির করোনা (corona) আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এই মুহূর্তে মুম্বই এর ব্রিচ ক‍্যান্ডি হাসপাতালের আইসিইউতে (ICU) ভর্তি রয়েছেন বাপ্পি লাহিড়ি।

বর্ষীয়ান গায়কের মেয়ে তথা গায়িকা রেমা লাহিড়ি বনসল সংবাদ মাধ‍্যমকে জানান, করোনার হালকা উপসর্গ ছিল বাপ্পি লাহিড়ির। আগেভাগে সাবধানতা অবলম্বনের জন‍্যই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। গায়কের বয়সের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

tab Bappi Lahiri 1551774415111 16a30b2e202 medium
বাবার হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেতেই লস অ্যাঞ্জেলস থেকে উড়ে এসেছেন ছেলে বাপ্পা লাহিড়ি। তিনি জানান, বাপ্পি লাহিড়ি এখন কিছুটা সুস্থ রয়েছেন। তবে তিনি আইসিইউতে। করোনার হালকা উপসর্গ ছিল তাঁর। কিন্তু শারীরিক অবস্থা আগে থেকেই খারাপ থাকায় ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

বাপ্পা আরো বলেন, “বাবা সম্পূর্ণ একা রয়েছেন। আমাদের দেখা করতে দেওয়া হচ্ছে না তাঁর সঙ্গে। বাবা কখনোই একা থাকেননি। মা বা আমার বোন রেমা বা আমি তাঁর সঙ্গে থেকেছি।” যথেষ্ট সতর্কতা অবলম্বন করার পরেও করোনা আক্রান্ত হন বাপ্পি লাহিড়ি, এমনটাই জানিয়েছেন মেয়ে রেমা।

এর আগে এক সাক্ষাৎকারে গায়ক বলেছিলেন, “করোনা যেভাবে তা খুবই ভয়ঙ্কর। আমি সকলকে পরামর্শ দেব বাড়িতে থাকতে। দরকার ছাড়া বাইরে না বেরোতে। আমার সৌভাগ‍্য যে আমার গানের জন‍্য আমাকে ঘুরে বেড়াতে হয় না। এখন আমি বাড়ি থেকেই গান গাই ও সুর দিই।”

আশি ও নব্বইয়ের দশকে জনপ্রিয়তার চূড়ায় উঠেছিলেন বাপ্পি লাহিড়ি। বহু গান গেয়েছেন তিনি। সেই সঙ্গে বহু গানে সুরও দিয়েছেন বাপ্পি লাহিড়ি। ডিস্কো ডান্সার, নমক হালাল, কম‍্যান্ডো, ডান্স ডান্স, সাহেব, গ‍্যাং লিডার রয়েছে তাঁর উল্লেখযোগ‍্য কাজের মধ‍্যে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর