প্লাস্টিক বর্জ্যমুক্ত রাখতে বরুন-সারার কুলি নং ওয়ান

বাংলা হান্ট ডেস্ক: অক্টোবর থেকে ভারতে নিষিদ্ধ হতে যাচ্ছে ছয়টি প্লাস্টিক পণ্য। দেশটিকে প্লাস্টিক বর্জ্যমুক্ত রাখতে এমন উদ্যোগে বলিউডেও। বরুণ ধাওয়ান ও সারা আলী খানের অভিনীত কুলি নাম্বার ওয়ান নতুন এক দৃষ্টান্ত রাখতে যাচ্ছে। শুটিংয়ের সেটকে প্লাস্টিকমুক্ত করার উদ্যোগ নিয়েছেন ছবির নির্মাতারা। ছবির প্রত্যেক ক্রু-কে দেওয়া হয়েছে প্লাস্টিক-ফ্রি সিপার।

Screenshot 2019 09 02 20 53 05 247 com.android.chrome

ডেভিড ধাওয়ান পরিচালিত ও বাসু ভাগনানি, জ্যাকি ভাগনানি, জ্যাকি ভাগনানি ও দীপশিখা দেখমুখ প্রযোজিত কুলি নাম্বার ওয়ান মুক্তি পাচ্ছে ২০২০ সালের ১ মে।

বলিউডে এই প্রথম কোনও ছবির শ্যুটিংয়ের সেটকে সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত করা হয়েছে। এই উদ্যোগকে সবার সামনে তুলে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করেছেন ছবিটির অভিনেতা-অভিনেত্রীরা। এর মধ্যে দিয়ে তারা করছেন পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জনের প্রচারণা।

সম্পর্কিত খবর