‘বসুধেব কুটুম্বকম’ এর উপর গান হল ভাইরাল, প্রধানমন্ত্রী মোদী করলেন শেয়ার

বাংলাহান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) সোশ্যাল মিডিয়ায় বসুধাইভ কুতুমকামের গানটি শেয়ার করে প্রশংসা করেছেন। ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয় হয়েছে এই গান ।এবার অনেকেই ভাবছেন এই গানের অর্থ কি আসলে বাসুধাইভ কুতুমকাম একটি সংস্কৃত শব্দ, যার অর্থ – বিশ্ব একটি পরিবার। বিভিন্ন ভাষায় মিশ্রিত করা ভাসুধাইভ কুতুম্বকাম গানটি মানুষের মন জয় করছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গান শোনার পর ‘বাসুদাইভা কুতুমকামের বার্তাটি ভালভাবে প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেন  , ” দুর্দান্ত পারফরম্যান্স! ”

এই গানের মূল উদ্দেশ্যে

“আমি ভারত সিম্ফনি – ভাসুধাইভ কুতুমবাকাম প্রকাশ করেছি। লন্ডন সিম্ফনি অর্কেস্ট্রা এবং সুপরিচিত শিল্পী পঃ জসরাজ, পীর বিরজু মহারাজ, বেগম পারভীন সুলতানা, কে জে ইয়াসুদাস, এসপিবি এবং কবিতা একসঙ্গে রচনা করেছেন। আমি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে এটি উত্সর্গ করছি।” দেশের বিখ্যাত বেহালাবিদ এল সুব্রহ্মণ্যম সোশ্যাল মিডিয়ায় এটি লিখে প্রকাশ করেন।

সামাজিক গণমাধ্যমের প্রতিক্রিয়া

সোশ্যাল মিডিয়ায় এই গান শোনার পর সমস্ত ব্যবহারকারীরা এই গানের দুর্দান্ত উপস্থাপনাটির প্রশংসা করেছেন এবং লিখেছেন অনেক কথা। একজন ব্যবহারকারী লিখেছিলেন – ” পণ্ডিত জি, আমরা আপনার কাছে নিজেকে ভাগ্যবান বলে মনে করি। ” অন্য একজন লিখেছেন ” শিল্পীদের একসাথে দেখতে ভাল লাগল অনবদ্য ভাবনা। “

সম্পর্কিত খবর