বয়সভিত্তিক টুর্নামেন্টে বয়সের কারচুপি রুখতে কড়া নির্দেশকা জারি করল BCCI

বিসিসিআই এর বয়স ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় প্রায়ই দেখা গিয়েছে বয়স ভাড়িয়ে অনেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। বয়স ভাড়ানোর অনেক অভিযোগ জমা পড়েছে বিসিসিআই খাতায়। আর সেই কারণে এবার সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড বয়স ভিত্তিক প্রতিযোগিতা গুলিতে যাতে কোনো ভাবেই বয়স ভারিয়ে কেও অংশগ্রহণ করতে না পারে তার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল।

বয়সে কারচুপি রুখতে বিসিসিআইয়ের নতুন পদক্ষেপ:

1) বয়স ভিত্তিক টুর্নামেন্টে যদি কোন ক্রিকেটার বয়সের কারচুপি করে তাহলে তাকে পুরোপুরি দুই বছরের জন্য সমস্ত ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করবে বিসিসিআই। নির্বাসন কেটে গেলেও তিনি আর কোনো বয়সভিত্তিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না।

172595289d9c47e3ffc17c56981710c591941d5075a7631493a8f5d2926495b24ace1d5af

2) যে সমস্ত ক্রিকেটারদের বয়স 14 থেকে 16 বছরের মধ্যে তারা অনুর্দ্ব 16 ক্রিকেট খেলার জন্য রেজিশন করার ছাড়পত্র পাবেন।

3) ভারতীয় সিনিয়র দলের কোন ক্রিকেটার যদি জাল সার্টিফিকেট দেখিয়ে ধরা পড়েন তাহলে তাকেও দু বছরের জন্য নির্বাসিত করবে বিসিসিআই।

4) অনুর্দ্ব 19 ক্রিকেট টুর্ণামেন্টে যদি কোন ক্রিকেটার দু বছরের বেশি বয়স কমিয়ে বা বাড়িয়ে থাকেন তাহলে তাকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করে দেবে বিসিসিআই।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর