বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি এড়াতে আইপিএল করতে মরিয়া বিসিসিআই কর্তারা দ্বারস্থ হচ্ছেন আইসিসির।

দেশজুড়ে হু হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, আর এই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করেছেন। আর এর ফলে এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে আইপিএল। আর এই কারণে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী, ভারতীয় ক্রিকেট দলের সচিব জয় শাহ এবং আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এই তিনজন আইপিএলের প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির মালিক, ব্রডকাস্ট সংস্থা এবং স্পন্সরদের সঙ্গে গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক করেন। সেই বৈঠকে জানানো হয় আইপিএল কোনভাবেই বাতিল করা হচ্ছে না তবে এই মুহূর্তে দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হচ্ছে এই বছরের আইপিএল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে মিটিংয়ের পর এক আইপিএল ফ্র্যাঞ্চাইজি কর্তা সংবাদ সংস্থার মুখোমুখি হবে জানিয়েছেন যদি আইপিএল না হয় তাহলে বিসিসিআই চার হাজার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতির মুখে পড়বে। অপরদিকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলিও অনেক টাকা আর্থিক ক্ষতির মুখে পড়বে। এই সমস্ত ক্ষতির দিক গুলি মাথায় রেখে এই মুহূর্তে আইপিএল বাতিল করছে না বোর্ড। তবে করোনা ভাইরাসের কারনে এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল।

32714056f64794e2094ae5aeb357a02e7e8e631b31d68f473420a761308f429ddbf3ef71

সমস্ত আর্থিক ক্ষতির কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এই মুহূর্তে আইপিএল করার জন্য নিজেদের পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। এমনকি আইপিএল করার জন্য আইসিসির সাথে কথাবার্তা বলবে বিসিসিআই এমন খবর জানা গিয়েছে বিশেষ সূত্রে। বিসিসিআই এর তরফে আইসিসির কাছে আবেদন করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ অথবা এশিয়া কাপ এই দুটির মধ্যে কোনো একটি টুর্নামেন্ট যদি কোনো ভাবে পিছিয়ে দেওয়া যায় তাহলে সেই সময়টায় আইপিএল করা সম্ভব হবে। এখন এটাই দেখার বিষয় যে বিসিসিআই এই ব্যাপারে কিভাবে রাজি করাতে পারে আইসিসিকে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর