করোনার কারণে বেশ কিছু বড় টুর্নামেন্ট বাতিল করল BCCI, প্রশ্ন উঠছে আইপিএল ২০২২-এর ভবিষ্যৎ নিয়েও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের ঘরোয়া ক্রিকেট সূচি আবারও করোনা মহামারীর প্রভাবে টালমাটাল। বিসিসিআই দেশে ক্রমবর্ধমান করোনা মামলার কারণে রঞ্জি ট্রফি এবং কর্নেল সিকে নাইডু ট্রফি সহ বেশ কিছু বড় টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রতিযোগিতাগুলি ছাড়াও পর এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। এভাবেই যদি করোনার প্রকোপ বাড়তে থাকে, তাহলে এই বছরও আইপিএল আয়োজিত হবে ভারতের বাইরে।

রঞ্জি ট্রফি টুর্নামেন্টের প্রথম রাউন্ড ১৩ ই জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তা আপাতত স্থগিত করা হয়েছে। সম্প্রতি, বাংলা দলে করোনা সংক্রমণের ছয়টি ঘটনা ঘটেছে, যার মধ্যে পাঁচজন ক্রিকেটার ছিলেন। মুম্বাইয়ের শিবম দুবেরও পজিটিভ রিপোর্ট এসেছে যিনি এখন কোয়ারেন্টাইনে রয়েছেন।

jay shah

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন, “রঞ্জি ট্রফি এবং কর্নেল সিকে নাইডু ট্রফি এই মাসে শুরু হওয়ার কথা ছিল এবং সিনিয়র মহিলা টি-টোয়েন্টি লীগ ফেব্রুয়ারিতে খেলা হবে। বিসিসিআই তার ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং ম্যাচ কর্মকর্তাদের স্বাস্থ্য নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না। এ কারণে টানা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিসিসিআই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।” রঞ্জি ট্রফিটি বেঙ্গালুরু, আহমেদাবাদ, চেন্নাই, তিরুবনন্তপুরম, মুম্বাই এবং কলকাতা সহ ছয়টি শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সেক্রেটারি অভিষেক ডালমিয়াও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশের সব বড় শহরেই পরিস্থিতি খারাপ হচ্ছে। মঙ্গলবার দিল্লিতে প্রায় সাড়ে পাঁচ হাজার নতুন কেস রিপোর্ট হয়েছে এবং মুম্বাইতে এই সংখ্যা দশ হাজারের গন্ডি ছাড়িয়েছে। এদের বেশিরভাগই ওমিক্রন ভ্যারিয়েন্টের। বাংলার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে সঠিকভাবে টেস্ট রেজাল্ট প্রকাশ না করার, তা সত্ত্বেও একদিনে ৯০৭৩ টি করোনার কেস রিপোর্ট হয়েছে। জয় শাহ আরও বলেছেন, ‘বিসিসিআই স্বাস্থ্যকর্মী, রাজ্য সমিতি, খেলোয়াড়, সহায়তা কর্মী, ম্যাচ কর্মকর্তা সহ ২০২১ সালে গুরুত্বপূর্ণ অবদান রাখা সমস্ত পরিষেবা প্রদানকারীদের ধন্যবাদ জানাতে চাই।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর