“ধোনির সাথে রোহিতের তুলনাই করা উচিত নয়”, মন্তব্য বর্তমান BCCI সভাপতি রজার বিনির

   

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রোহিত শর্মার নেতৃত্বে চলতি বছরের টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ক্রিকেট খেলেছে ভারতীয় দল। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পর বিরাট কোহলি যখন অধিনায়কত্ব ছেড়েছিলেন তখন ভারতীয় নির্বাচকরা এই অভিজ্ঞ তারকার হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেন। তারপর থেকে ভারত মোট দশটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে।

যদিও সমালোচকদের মতে দ্বিপাক্ষিক সিরিজ জেতা কোনও বড় ব্যাপার নয়। এশিয়া কাপের মঞ্চে যখন ভারতকে নামতে হয়েছিল তখন রোহিত তার অধিনায়কত্বের মাধ্যমে ভারতকে সেই টুর্নামেন্ট থেকে সর্বোচ্চ সম্মান এনে নিতে পারেননি। কথাটা খুব একটা মিথ্যে নয়। শ্রীলঙ্কা এবং পাকিস্তানের কাছে পরপর দুটি ম্যাচ হেরে ভারতকে ওই টুর্নামেন্টের সুপার ফোর পর্যায়ে থেকে ছিটকে যেতে হয়েছিল। কিন্তু তারপর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে দুটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছিল ভারত। তারপরে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে তারা।

এবার বর্তমান ভারত অধিনায়কের সাথে ভারতের সবচেয়ে সফল ক্রিকেট অধিনায়কের তুলনা নিয়ে মুখ খুললেন বর্তমান বিসিসিআই সভাপতি রাজার বিনি। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে তার সামনে এই প্রশ্ন রাখা হলে তিনি দুই অধিনায়ক সম্পর্কে নিজের ব্যক্তিগত মত ব্যাখ্যা করেছেন।

roger binny

তিনি সরাসরি বলেছেন, ‘কপিল দেব বা ধোনির সঙ্গে আমি রোহিত শর্মার তুলনাই করব না। প্রত্যেকের নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি থাকে নিজের অধিনায়কত্ব নিয়ে। প্রত্যেকে নিজের দলে কেমন খেলোয়াড় রয়েছে সেই বুঝে অধিনায়কত্ব করেন। তাই তাদের মধ্যে এরকম সরাসরি তুলনা করা চলে না।’ এরপর প্রাক্তন ভারতীয় বিশ্বকাপ জয়ী বোলার আরও যোগ করেছেন, ‘রোহিত শর্মা একজন অভিজ্ঞ ক্রিকেটার। দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিস্থিতি ও পর্যায়ে তিনি ক্রিকেট খেলেছেন। তারপর অধিনায়কত্বের ভার তার কাঁধে এসেছে। ধোনির ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ অন্যরকম ছিল। কপিল দেব বা সুনীল গাভাস্করের ক্ষেত্রেও একই রকম বিষয় প্রযোজ্য। তাই এদের মধ্যে সরাসরি তুলনা চলে না।”

রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতীয় দল জিতে চলেছে ঠিকই, কিন্তু ব্যাট হাতে রোহিত শর্মার নিজের ফর্ম খুব একটা আশাপ্রদ নয়। নেদারল্যান্ডস ছাড়া বাকি তিনটি দলের বিরুদ্ধে বিশ্বকাপে এখন অবধি তিনি ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ জিতে ভারত যদি সেমিফাইনালে পৌঁছে তাহলে তার অফফর্মের সুবিধা নিতে পারে ইংল্যান্ড।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর