IPL অকশনের জন্য পৌঁছেছিলেন ব্যাঙ্গালোর, ঘটল বিপত্তি! হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গাঙ্গুলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলীকে শুক্রবার কার্ডিয়াক চেক আপের জন্য বেঙ্গালুরুর নারায়না হেলথ সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিসিসিআই সভাপতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পঞ্চদশ তম মরশুমের আগে অনুষ্ঠিত হতে চলা মেগা নিলামের জন্য সেই শহরে রয়েছেন। আগামীকাল সকাল ১১টা থেকে শুরু হবে নিলাম।

৪৯ বছর বয়সী প্রাক্তন ভারতীয় অধিনায়ক এই বছরের শুরুতে হৃদরোগের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ডাক্তারদের একটি দল তার হৃদরোগের অবস্থা মূল্যায়ন করছে। নারায়ণ হেলথ সিটি হাসপাতাল তার স্বাস্থ্য সম্পর্কে কোনো আপডেট না দিলেও এটিকে একটি রুটিন চেক আপ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। বুকে অস্বস্তির কারণে নিয়ে গত বছর দুবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। পরে তার দুটি এনজিওপ্লাস্টি করা হয়।

1625910406 1625315468 1617589572 sourav ganguly ipl

সৌরভ গাঙ্গুলী ২০২২ সালের জানুয়ারিতেই ওমিক্রন-এ আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার ভাই স্নেহাশিস গাঙ্গুলিও এই বছরের শুরুতে করোনা পজিটিভ হয়েছিলেন। কিছুদিন আগে হার্ট অ্যাটাক, তারপর করোনা সব মিলিয়ে সৌরভের স্বাস্থ্যের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না।।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ও অন্যতম সফল অধিনায়ক এবং বিসিসিআইয়ের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী গত বছর যখন হার্ট অ্যাটাক করেছিলেন, তখন তাকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। সেবার সৌরভ গাঙ্গুলী সকালে জিমে মাথা ঘোরা এবং অস্থির বোধ করেন যার পরে তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। মনে করা হচ্ছে পরবর্তী দুই উদ্বেগ ভরা দিনের আগে খানিকটা নিশ্চিন্ত থাকার জন্যই রুটিন চেক আপ করিয়ে নিলেন বিসিসিআই সভাপতি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর