T-20 বিশ্বকাপে চূড়ান্ত খারাপ ফলাফলের পর নির্বাচন কমিটিকে বরখাস্ত করেছে BCCI

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে লজ্জাজনক হারের পর একটি বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই। বিসিসিআই তাই আজ শুক্রবার চেতন শর্মার নেতৃত্বে গঠন হওয়া সিনিয়র পুরুষ দলের জাতীয় নির্বাচক কমিটির প্রত্যেককে সরিয়ে দিয়েছে। টানা দুটি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এটা প্রত্যাশিতই ছিল।

বিসিসিআই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই জাতীয় পুরুষ দলের নতুন নির্বাচক হওয়ার জন্য আবেদনপত্র পোস্ট করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জারি করা অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে যে, “ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) জাতীয় নির্বাচকদের পদে দায়িত্ব নেওয়ার আবেদন করতে সেই ব্যক্তিদের আমন্ত্রণ জানাচ্ছে যারা নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারবেন।”

তবে বিবৃতিতে এটি স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, “কোনও ব্যক্তি যিনি দেশের কোনও ক্রিকেট কমিটির বর্তমান সদস্য হিসেবে মোট ৫ বছর ধরে দায়িত্ব পালন করছেন, তারা পুরুষদের নির্বাচন কমিটির সদস্য হওয়ার যোগ্য হবেন না। এই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হিসাবে ২৮ নভেম্বর দিনটিকে নির্ধারিত করা হয়েছে। সেদিন সন্ধ্যা ৬ টার মধ্যে ইচ্ছুকদের আবেদনপত্র জমা দিতে হবে।

এছাড়া এই পদের যোগ্যতাও বিসিসিআই নির্ধারণ করে জানিয়েছে যে জাতীয় নির্বাচক হিসাবে ৫ টি পদ আপাতত খালি রয়েছে। তবে সেই পদের জন্য আবেদনকারী ব্যক্তিকে দেশের জার্সিতে কমপক্ষে ৭টি টেস্ট ম্যাচ অথবা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ১০টি ওয়ানডে অথবা ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। সদ্য অবসর নিয়েছেন এমন কেউ এই পদের জন্য আবেদন করতে পারবেন না। আবেদনকারীকে অত্যন্ত পাঁচ বছর আগে জাতীয় দল থেকে অবসর নেওয়া ব্যক্তি হতে হবে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ভারতীয় নির্বাচকদের মান নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। কিন্তু তখন তাদের ওপর খড়্গহস্ত হয়নি বিসিসিআই। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে হার্টের দল নির্বাচন নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে গিয়েছিল। তারপর আর তাদেরকে রেখে দেওয়া সম্ভব হয়নি বিসিসিআইয়ের পক্ষে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর