মোদীর সঙ্গে বৈঠকের আগেই দেবী মহামায়ার চক্ষুদান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্ক : আজ অর্থাত্ বুধবার বিকেল সাড়ে ছাড়তে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তাই মঙ্গলবার দিল্লির উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়ে বিমানবন্দরে দেবী মহামায়ার চক্ষুদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চেতলা অগ্রণীর পুজোর মা দুর্গার চক্ষুদান করেন তিনি৷ কলকাতা বিমানবন্দরে বিশ্ব বাংলার বিপণিতেও একটি চক্ষু দান করেন তিনি৷ এ দিন বিমানবন্দরে ভিড় ছিল চোখে পড়ার মতো৷ মুখ্যমন্ত্রীর তুলির টানে মা দুর্গার চক্ষুদানের অনুষ্ঠান বেশ জমজমাটি হয়ে গিয়েছিল৷ পুরো বিষয়টিকে ক্যামেরা বন্দি করেন তৃণমূল নেত্রী তোরা এবং সেটি টুইটারে আপলোডও করেন৷ ক্যাপশনে লেখেন উমার মর্তে আগমন আর সময়ের অপেক্ষা৷

209270 mamatadurgaeye

সত্যিই আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা তার পরেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উত্সব দুর্গাপুজো শুরু হবে৷ যা নিয়ে ব্যস্ত গোটা রাজ্যবাসী৷ এবারের উত্সব যাতে আরও ভালো ভাবে হয় তার জন্য ইতিমধ্যেই পুজো কমিটিগুলির আর্থিক অনুদান দশ হাজার থেকে বাড়িয়ে 25 হাজার টাকা করে দিয়েছে রাজ্য৷ আঠাশ হাজার ক্লাবকে এই আর্থিক অনুদান দেওয়া হবে পাশাপাশি কলকাতার পুজোগুলির জন্য পুরকর ছাড় ও বিদ্যুতের বিলে 25 শতাংশ হ্রাস করা হবে৷

অন্যদিকে কলকাতা বিমানবন্দরেই হঠাত্ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষা হয় প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদাবেনের৷ কলকাতায় তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী৷ দেখা হওয়া মাত্র এই দুজনের সৌজন্য তাঁর ভাব বিনিময় করেন৷ শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সোমবার আসানসোলের একটি মন্দিরে পুজো দিতে এসেছিলেন যশোদাবেন এ ছাড়াও ঝাড়খণ্ডের রামমন্দির ও পুজো দিয়েছেন যদিও তা বিজেপির অতর্কিতে৷ উল্লেখ আর মাত্র কয়েক ঘণ্টা পরেই বহু আকাঙ্ক্ষিত মোদী মমতার বৈঠক হওয়ার কথা৷ আপাতত সেই বৈঠকের দিকেই তাকিয়ে আছে গোটা দেশবাসী৷

সম্পর্কিত খবর