বছর শেষ হওয়ার আগে এই কম বাজেটের হিট ছবিগুলো না দেখলে পস্তাবেন

বাংলাহান্ট ডেস্ক: বছর শেষ হতে আর মাত্র কয়েকদিনই বাকি। সারা বছর প্রচুর বলিউড ছবি এসেছে, গিয়েছে। তার মধ্যে কয়েকটি ছাপ ফেলতে সক্ষম হয়েছে দর্শক মনে আবার কিছু ছবি তা পারেনি। ছোট বড় বাজেট মিলিয়ে বেশ কয়েকটি ছবি এবার সফলতা পেয়েছে বক্স অফিসে। কবীর সিং থেকে হাউসফুল ৪, গলি বয় থেকে রাজি অনেকদিন রাজত্ব করেছে বক্স অফিসে। কিন্তু বেশি বাজেটের পাশাপাশি কম বাজেটের ছবিও এই বছর বেশ জনপ্রিয় হয়েছে। রইল সেই ছবিগুলিরও একটি তালিকা।

ছিছোড়ে- সুশান্ত সিং রাজপুত ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘ছিছোড়ে’ ছবিটিতে আমির খানের থ্রি ইডিয়টস ছবির একটি ছাপ পাওয়া গেলেও বক্স অফিসে বেশ জনপ্রিয় হয় এই ছবি। ১৯৯২ সালের কলেজের একটি বন্ধুদের দলকে নিয়ে এই ছবির গল্প। তাদের কলেজ জীবন ও তার পরবর্তী জীবন দুটোই উঠে এসেছে এই ছবিতে।

865655 chhichhore2

জাজমেন্টাল হ্যায় কেয়া- বহুদিন বাদে কঙ্গদনা রানাওয়াত এমন একটি চরিত্রে অভিনয় করলেন যা একইসঙ্গে মজাদার ও জটিল। ববি ওরফে কঙ্গনা তাঁর বাড়ির একটি অংশ কেশব অর্থাৎ রাজকুমার রাও কে ভাড়া দেয়। এরপর ঘটনাপ্রবাহ এমন ভাবে চলতে থাকে যে শেষ পর্যন্ত দর্শকরা ভাবতে বাধ্য হবেন যে প্রকৃতপক্ষে কে ‘মেন্টাল’।

রাজি- ‘কলিং সেহমত’ নামে একটি উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। ছবির কাহিনি অনুযায়ী একজন RAW  এজেন্ট তাঁর বাবার কথায় বাধ্য হয় একজন পাকিস্তানি মিলিটারি অফিসারকে বিয়ে করতে। আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত এই ছবি ১০০ শতাংশ রেটিং পেয়েছিল।

alia bhatt unveils raazi trailer looks promising as spy wife

স্ত্রী- রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবিতে রয়েছে ভয় ও হাসির মিলমিশ। ছবিতে দেখানে হয়েছে একজন মহিলার আত্মার ব্যপারে যিনি বছরের একটচি বিশেষ সময়ে সবার দরজায় গিয়ে টোকা দেন। তাকে দূরে রাখার জন্য বাড়ির বাইরে সবাই ‘ও স্ত্রী কাল আনা’ কথাটা লিখে রাখে।

তুমহারি সুলু- বিদ্যা বালান ও মানব কউল অভিনীত এই ছবি অনুপ্রেরণা দেয় মন যা চায় তাই করার। ছবিতে বিদ্যা একজন গৃহবধূর ভূমিকায় অভিনয় করছেন যিনি পরে লেট নাইট রেডিও জকির কাজ শুরু করেন।

সোনচিড়িয়া- চম্বলের দস্যুদের কাহিনি নিয়ে তৈরি এই ছবিতে অভিনয় করেছেন সুশানেত সিং রাজপুত ও ভূমি পেডনেকর।

Sonchiriya movie Review

ফটোগ্রাফ- নওয়াজউদ্দিন সিদ্দিকী ও সানয়া মলহোত্রা জুটি বেঁধেছেন এই ছবিতে। ছবিতে দেখা যায় ফটোগ্রাফার নওয়াজ সানয়াকে অনুরোধ করছেন তাঁর বাগদত্তা হিসেবে ছবি তোলার জন্য যাতে তাঁর ঠাকুমা আর বিয়ের জন্য জোর না দেন।

মর্দ কো দর্দ নেহি হোতা- ভারতে মুক্তি পাওয়ার আগেই এই ছবি টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যালে ফিল্ম সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

k07zb M3V9Y2YZY7R Full Image GalleryBackground en US 1573031260295. RI

গন কেশ- বালা ও উজড়া চমনের আগেই শ্বেতা ত্রিপাঠি অভিনীত এই ছবি মুক্তি পায় এই বছরে। একজন মেয়ের চরিত্রে অভিনয় করেছেন শ্বেতা যে একজন ডান্সার কিন্তু একসময় তাঁর অ্যালোপেশিয়া রোগ ধরা পড়ে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর