ইংল্যান্ডের কাছেও একটা বিরাট কোহলি আছে, পাকিস্তানকে হারিয়ে মন্তব্য বেন স্টোকসের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়েছে বেন স্টোকসের ইংল্যান্ড। প্রথমে রাওয়ালপিন্ডি এবং তারপর মুলতান, দুটি টেস্টেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেয়েছে ইংল্যান্ড দল। তারা বর্তমানে যে আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট খেলছে সেটি নজর খেলেছে গোটা ক্রিকেট বিশ্বের। যে কোনও বড় মাপের দল এখন এই ফরম্যাটে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে অতিরিক্ত সতর্ক থাকবে তাদের এই নতুন রণনীতির জন্য।

ইংল্যান্ডের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে এই সিরিজে উদয় ঘটেছে এক নতুন তারকার। এই নতুন তারকার নাম হ্যারি ব্রুকস। বেন স্টোকসের ইংল্যান্ড যে দুটি ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে তার পেছনে খুব বড় ভূমিকা ছিল ব্রুকসের ব্যাটের। দুটি টেস্টেই শতরান করে তিনি নিজের দলকে এই ঐতিহাসিক সিরিজ জিততে সাহায্য করেছেন।

harry brooks

তরুণ ব্রিটিশ মিডিল অর্ডার ব্যাটার যেভাবে পাকিস্তানের মাটিতে ব্যাটিং করেছেন, তা দেখে অত্যন্ত উচ্ছ্বসিত ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকস। পিচ বা আশেপাশের পরিস্থিতি যেমনই হোক না কেন, ব্রুকস এইরকমই ব্যাটিং করে যেতে সক্ষম সে সম্পর্কে নিশ্চিত ইংল্যান্ড অধিনায়ক। তাই তিনি এই নতুন তারকাকে ইংল্যান্ড দলের বিরাট কোহলি বলে আখ্যা দিয়েছেন।

বিরাট কোহলিও বিশ্বের প্রতিটি প্রান্তেই রান করেছেন। এমন কোন টেস্ট খেলিয়ে দেশ নেই যাদের ঘরে গিয়ে বিরাট কোহলি সাফল্য পাননি। হ্যাঁ, ইংল্যান্ডের বিরুদ্ধে হয়তো সাফল্য একটু দেরিতে এসেছে তাও বিরাট কোহলিকে তার জন্য কোনও ভাবেই খাটো করা যায় না। ঠিক এই গুণটাই ভারী বুকস এরও রয়েছে বলে মনে করেন বেন স্টোকস।

চলতি বছরেই ইংল্যান্ডের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে অভিষেক হয়েছিল ব্রুকসের। যদিও পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে আসার আগে মাত্র একটিই টেস্ট খেলেছিলেন তিনি। এখনো অব্দি দুটি ম্যাচ খেলে দুটি শতরান সহ ৩৫৭ রান করে সিরিজের সর্বাধিক রান সংগ্রাহক হয়েছেন তিনি। ভবিষ্যতে তাকে ইংল্যান্ড দলের মেডেল অর্ডারের স্তম্ভ রূপে দেখতে শুরু করে দিয়েছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞও।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর