‘অ-আ-ক-খ’ শিখবেন রাজ্যপাল, সরস্বতী পুজোয় স্বয়ং মুখ্যমন্ত্রীর সামনেই হবে ‘হাইপ্রোফাইল’ হাতেখড়ি

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার রাজ্যপাল (Governor) সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। লিখতে চান বাংলা ভাষায় আস্ত একখানা বই! তবে বাংলা না জানায় বিশাল আক্ষেপ তাঁর। তাই, এই সমস্যার সমাধান করতে অ-আ-ক-খ’ শিখবেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতে আগামী ২৬ জানুয়ারি সরস্বতী পুজোর দিনই হাতেখড়ি হবে তাঁর।

সূত্রের খবর, এবছর সরস্বতী পুজোয় বাংলা শিক্ষায় হাতেখড়ি দিতে চলেছেন রাজ‌্যপাল আনন্দ বোস। ২৬ জানুয়ারি বৃহস্পতিবার রাজভবনে ‘ইস্ট লনে’ বিকেল ৫টায় প্রথা মেনে বাংলা ভাষায় হাতেখড়ি হবে রাজ্যপালের। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন‌্যান‌্যরা। বুধবার রাজভবন (Rajbhavan) সূত্রে এ খবর জানানো হয়েছে।

প্রসঙ্গত, রাজ‌্যপাল হিসেবে বাংলার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাভাষা নিয়ে তাঁর আগ্রহের কথা জানিয়েছিলেন সি ভি আনন্দ বোস। শুধু তাই নয়, বড়দিনে বাংলাভাষায় বই লেখার ইচ্ছেপ্রকাশও করেছিলেন তিঁনি। এক অনুষ্ঠানে গিয়ে রাজ‌্যপাল বলেন ,”আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাবুলিওয়ালা’ পড়েছি। ছোট্ট মিনির চরিত্রটা আজও আমার মনে দাগ কেটে আছে।” সেখান থেকেই শুরু। এরপরই হাতেখড়ি দেওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল। প্রথমে প্রথমে অ আ ক খ শিখবেন তিঁনি, তারপর আস্তে আস্তে বাকিটুকুও।

শুধু নিজেই নয়, তাঁর পরিবারের সদস্যদেরও বাংলা ও বাঙালির প্ৰতি যে গভীর টান আছে সেকথাও ব্যক্ত করেন তিঁনি। পূর্বে তিঁনি বলেন,” আমি ‌‘মালওয়ালি’ হলেও মন থেকে একজন বাঙালি।” রাজ্যপাল এও জানিয়েছিলেন, তাঁর বাবাও নেতাজির প্রবল অনুগামী ছিলেন। সেই থেকেই বাংলার প্ৰতি গভীর শ্রদ্ধা তাঁর।

hate khori

প্রসঙ্গত, এর আগে রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্যের রাজ্যপাল থাকাকালীন তাঁর সাথে যে মুখ্যমন্ত্রীর খুব একটা সুসম্পর্ক বজায় ছিলনা সেকথা আর বলে বোঝানোর অপেক্ষা রাখে না। আর অন্যদিকে সেখানে সিভি আনন্দ বোসের সঙ্গে মমতা সরকারের সম্পর্ক যেভাবে দিনদিন আরও মসৃন হচ্ছে তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে গোটা ওয়াকিবহাল মহল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর