হিমাংশু মন্ত্রীর পাল্টা শতরান বাংলার মন্ত্রী মনোজের, দুরন্ত শাহবাজও, তাও ব্যাকফুটে বাংলা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল তার ব্যাটে ভর করেই লড়াই শুরু করেছিল বাংলা। পরের দিকে তার সঙ্গী ছিল তরুণ প্রতিভা শাহবাজ আহমেদ। কাল মধ্যপ্রদেশের ৩৪১ রান করার পর ব্যাট করতে নেমে মাত্র ১১ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলেছিল বাংলা। খাতা না খুলেই শুয়ে ছিলেন গত ম্যাচের হিরো সুদীপ কুমার ঘরামি। ঝাড়খণ্ডের বিরুদ্ধে শতরান করা অনুষ্টুপ মজুমদারও ফিরেছিলেন মাত্র চার রানে। সেই সময় বাংলা অধিনায়ক অভিমুন্য ঈশ্বরণকে সাথে নিয়ে লড়াই শুরু করেছিলেন মনোজ। অভিমুন্য ঈশ্বরণ ২২ রান করে ফিরে গেলেও তিনি টিকে ছিলেন। শাহবাজকে নিয়ে দিনের শেষে বাংলাকে পৌঁছে দিয়েছিলেন ১৯২ রানের অবধি। আজ যখন স্বর্ণস জইনের বলে আউট হয়ে ফিরলেন তখন তার নামের পাশে রয়েছে ১০২ রান।

দুরন্ত ব্যাটিং করলেন প্রতিভাবান তরুণ শাহবাজ আহমেদ। চাপের মুখে পারফরম্যান্স করাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিনি। কিন্তু মনোজ এবং শাহবাজের দুরন্ত ব্যাটিং সত্বেও বাংলা পিছিয়ে রইল ৬৮ রানে। মানুষের ১০২ এবং শাহবাজের ১১৬ ছাড়া আর কোনো ব্যাটসম্যানই প্রভাব ফেলতে পারেননি। দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন আর মাত্র একজন। চতুর্থ ইনিংসে কুমার কার্তিকেয়দের বাংলার ব্যাটসম্যানরা কিভাবে ফেস করবেন তার ওপর নির্ভর করছে ম্যাচের ভবিষ্যৎ। আপাতত নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ ওভারে মধ্যপ্রদেশের কোন উইকেট না হারিয়ে ১৪।

তবে এই শতরান পাওয়ার পর একটি রেকর্ড করে ফেলেছেন মনোজ তিওয়ারি। রঞ্জি ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা নমন ওঝা এবং এস বদ্রিনাথকে টপকে ৮ নম্বরে উঠে এসেছেন তিনি। এই মুহূর্তে রঞ্জি ট্রফিতে তাঁর ব্যক্তিগত রানের সংখ্যা ৭৮৬৮।

রঞ্জি ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা:
ওয়াসিম জাফর: ১২০৩৮
অমল মজুমদার: ৯২০২
দেবেন্দ্র বুন্দেলা: ৯২০১
যশপাল সিং: ৮৭০০
মিঠুন মানহাস: ৮৫৫৪
পারস ডোগরা: ৮৪২৮
হৃষিকেশ কান্তিকর: ৮০৫৯
ফাইয়াজ ফজল: ৭৯৮৩
মনোজ তিওয়ারি: ৭৮৬৮
নমন ওঝা: ৭৮৬১
বদ্রিনাথ: ৭৮৫০

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর