বাংলায় চলছে গুণ্ডারাজ, অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন দরকার! শাহকে চিঠি লিখলেন সৌমিত্র খাঁ

বাংলাহান্ট ডেস্ক : বাংলার পরিস্থিতি ভয়ংকর। এখুনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করলে হাতের বাইরে যাবে পরিস্থিতি। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও রাজ্যপালকে চিঠি লিখে বাংলার বর্মান পরিস্থিতিকে নিয়ে তাঁর উদ্বেগের কথা জানিয়েছিলেন।

কী লিখলেন তাঁর চিঠিতে সৌমিত্র খাঁ?
গৃহমন্ত্রীকে সম্ভাষণ করে সৌমিত্রবাবু লেখেন, খুব পশ্চিমবঙ্গের বর্তমান উদ্বেগজনক অবস্থার কথা জানাচ্ছি। একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গ গোটা দেশকে পথ দেখাত। বলা হত আজ বাংলা যা ভাবে গোটা ভারত সেটা কাল ভাবে। কিন্তু আপনাকে জানাতে চাই দিনের পর দিন পশ্চিমবঙ্গের অবনতি হচ্ছে।

আমি আপনাকে শুধু বিগত এক সপ্তাহের কথাই বলতে চাই। গত ৯ জুন হাওড়াতে রাস্তা অবরোধ করা হয়। এনএইচ-৬ এর মতো ব্যস্ত রাস্তাকেও ১১ ঘন্টা ধরে বন্ধ রাখা হয়। শুধু তাই নয়, পরের দিন অর্থাৎ ১০ জুন রোহিঙ্গা এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ডোমজুড় থানার পুলিশকে মারধর করে। পশ্চিমবঙ্গে প্রত্যেক দিনই অপরাধমূলক কর্মকাণ্ডের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মা-মাটি-মানুষের নামে এই তৃণমূল সরকার অপরাধ দমনে সম্পূর্ণ ভাবে ব্যর্থ।’

সাংসদ সৌমিত্র খাঁ আরও লেখেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা ভবানীপুরেই ঘটে গিয়েছে মর্মান্তিক জোড়া খুন। আতঙ্কিত হয়ে পড়েছেন বাংলার মানুষ। দুষ্কৃতিদের উপর কোনও নিয়ন্ত্রণ নেই পুলিশের। রোহিঙ্গাদের সামনে এগিয়ে সরকার সাধারণ মানুষের উপর অন্যায় করছে।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সৌমিত্র খাঁ অনুরোধ জানিয়েছেন, তিনি যেন বাংলার মানুষে এই পরিস্থিতির হাত থেকে বাঁচান। কেন্দ্রীয় বাহিনীর উপরেই বাংলার সুরক্ষার দায়িত্ব দিতে অনুরোধ করেছেন সৌমিত্রবাবু।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর