বাংলাকে বাঁচাতে চাই NRC বলছেন মুসলিম সম্প্রদায়ের নেত্রী ইশরাত জাহান

বাংলাহান্ট– দেশ বাঁচাতে অবিলম্বে পশ্চিমবঙ্গে এনআরসি লাগু করার দাবি জানালেন ইশরাত জাহান। অনুপ্রবেশকারী রুখতে এটাই একমাত্র পথ বলে তার মত।

এর পাশাপাশি এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়েরও বিরোধিতা করেন তিনি। ইশরাতের অভিযোগ, নিজের ভোট ব্যাংকের স্বার্থেই এন আর সির বিরোধিতা করছেন মমতা ব্যানার্জী। কারণ তিনি জানেন অনুপ্রবেশকারীরাই তার ভোট ব্যাংক। অথচ যখন এই রাজ্যে সিপিএম রাজ্য সরকারে ছিল তখন মমতাই সংসদে এনআরসির মূল দাবিদার ছিলেন।

কিন্তু আজ তিনি নিজে সরকারে আছে বলে এই রাজ্যের অনুপ্রবেশকারীদের আড়াল করছেন তিনি। তার আরও মন্তব্য, যারা এই দেশের নাগরিক নন, তাদের সকলকেই যেতে হবে। তাদের জন্য অর্থনৈতিক ক্ষেত্রেও ক্ষতিগ্রস্থ হচ্ছে ভারতবর্ষ।

 

তাই দেশে ও এই রাজ্যে এন আর সি হলে বিদেশ থেকে আসা সব সম্প্রদায়ের মানুষকেই এদেশ ছাড়তে হবে। পাশাপাশি তিনি , এই দেশের নাগরিক সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষদের আশ্বস্ত করে বলেন, যারা বংশপরম্পরায় এই দেশে আছেন তাদের নাম এনআরসিতে বাদ যাবে না। এন আর সি কে কেন্দ্র করে সব চেয়ে আতঙ্কে আছে মুসলিম সম্প্রদায়ের লোকেরাই।

এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংক হারিয়ে ফেলার ভয়ে এন আর সি চালু করতে চাইছেন না। বাংলাদেশ থেকে যারা অবৈধ ভাবে এসেছেন তারাই তৃণমূলের ভোটার এখন। তাই তিনি নিজেও চান এন আর সি চালু হোক রাজ্যে তথা দেশে যত দ্রুত সম্ভব। তার দাবী এন আর সি র ক্ষেত্রে কোন ধর্ম দেখা হবে না।

PicsArt 10 13 02.40.45 1

এই মুহূর্তে তিন তালাক বিষয়ে সুপ্রিম কোর্টের লড়াই তে জয়ী হওয়া ইশরাতের এন আর সি চালু করার এই দাবি রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করলো।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর