এক পায়ে বাংলা জয়, দু’পায়ে দিল্লি! চ্যালেঞ্জ মমতার

বাংলাহান্ট ডেস্কঃ আগামীকাল অর্থাৎ ৬ এপ্রিল তৃতীয় দফার ভোটগ্রহণ এ রাজ্যে। তার আগেই বাংলার মসনদকে পাখির চোখ করে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছে শাসক-বিরোধী সব শিবিরই। সেই মত একেরপর এক জনসভা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা এবং দিল্লি থেকে নিয়মিত উড়ে এসে রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার চালাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা।

আর সেই সব নির্বাচনী সভা থেকে একে অপরকে একাধিক ইস্যুতে বিঁধে চলেছেন শাসকদল তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপি। সেই মত এদিন হুগলির চুঁচুড়া ও চন্ডীতলায় সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই এবার দিল্লি জয়ের বার্তা দিলেন মমতা। তিনি বলেন, এক পায়ে বাংলা জয় করব, দু’পায়ে দিল্লি’।

Will win Bengal on one leg and Delhi on two': Mamata Banerjee | Hindustan Times

সভামঞ্চ থেকে মমতার এদিনের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন বিশেষজ্ঞ মহল। তাঁদের মত শাসকদল তৃণমূলের (TMC) লক্ষ এই মন্তব্যেই স্পষ্ট যে তাঁরা দিল্লি মসনদ দখলের লক্ষে এগোচ্ছে। আর এ রাজ্যে ফের তৃণমূল সরকারের প্রত্যাবর্তনে আত্মবিশ্বাসী মমতা এদিন বলেন, বিজেপিকে (BJP) বাংলা এবং দিল্লি থেকে সরাতে তৃণমূলই একমাত্র ভরসা।’

এর পাশাপাশি একুশের ভোটে চর্চিত নাম আব্বাস সিদ্দিকীকে (Abbas Siddique) এদিন সরাসরি নিশানা করলেন মমতা (Mamara Banerjee)। আইএসএফ প্রধানকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করে সংখ্যালঘু ভোট নিয়ে আত্মবিশ্বাসী সুরে এদিন মমতা বলেন, ‘বাংলার সংখ্যালঘু ভোট কোনও দিনও ভাগ হবে না। কারণ তা সব তৃণমূলেই পড়বে।’

উল্লেখ্য বাংলায় ইতিমধ্যেই দু’দফার ভোটগ্রহণ মিটে গিয়েছে। আগামীকাল অর্থাৎ ৬ এপ্রিল বঙ্গে ভোট তৃতীয়া। এই দফায় রাজ্যে ৩১ টি আসনে ভোটগ্রহণ। যাকে পাখির চোখ করে ফের আগামীকাল রাজ্যে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ।

 

সম্পর্কিত খবর