মিষ্টত্ব ধরে রাখল ‘মিঠাই’, ‘উমা’কে সরিয়ে ফের সেরা তিনে দেবশ্রীর ‘সর্বজয়া’

বাংলাহান্ট ডেস্ক: চেনা ট্র‍্যাকে ফিরলেন দেবশ্রী রায়। হারিয়ে যেতে যেতেও প্রতিযোগিতার লড়াইয়ে ফিরে এল ‘সর্বজয়া’ (sarbajaya)। টিআরপি তালিকায় গুরুত্বপূর্ণ জায়গা দখল করে বসেছে জি বাংলার এই সিরিয়াল। হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছে এই চ‍্যানেলেরই আরেক সিরিয়াল ‘যমুনা ঢাকি’ (jomuna dhaki)।

দীপাবলী শেষে টিআরপি তালিকায় আবারো বড়সড় রদবদল। একাধিক সিরিয়ালের স্থান অদল বদল হয়েছে। তবে শীর্ষে এখনো একটাই সিরিয়াল রয়েছে। টানা কয়েক মাস ধরে বাংলা সেরা ‘মিঠাই’ (mithai)। সেই তকমা এখনো ধরে রেখেছে সে। বরং মাঝখানে নম্বর একটু কমলেও দীপাবলীর পরে আবারো চেনা ফর্মে ফিরে গিয়েছে মিঠাই। তার প্রাপ্ত নম্বর ১১.১।

Mithai fi 1
দ্বিতীয় স্থানে আবারো ‘যমুনা ঢাকি’। প্রথম ও দ্বিতীয় স্থানের মধ‍্যে নম্বরের পার্থক‍্য বেশ অনেকটাই। ৮.৮ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে যমুনা। তৃতীয় স্থানেই দেখা গিয়েছে বড়সড় চমক। অনেকদিন পর সেরা তিনের মধ‍্যে জায়গা করে নিল সর্বজয়া। ৮.৪ নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সর্বজয়া।

ক্রমাগত কমতে থাকা টিআরপির জেরে ট্রোলের মুখে পড়তে হয়েছিল সর্বজয়া তথা দেবশ্রী রায়কে। নম্বর কমতে কমতে দ্বিতীয় স্থান থেকে পঞ্চম স্থানে গিয়ে ঠেকেছিল এই সিরিয়াল। সেখান থেকে ফের নম্বর বাড়িয়ে তৃতীয় স্থানে উঠে আসা প্রশংসার যোগ‍্য বটে। মনে করা হচ্ছে, গল্পের মোড় ঘুরতেই টিআরপিতে এই চমক দেখা গিয়েছে।

সর্বজয়াকে সমস্ত অন‍্যায়ের বিরুদ্ধে মুখ বুজে থাকতে দেখে বিরক্ত হয়ে উঠেছিল দর্শকদের একটা বড় অংশ। এমনকি বলা হয়েছিল ‘ন‍্যাকামি’ করছেন দেবশ্রী। কিন্তু এখন পরিস্থিতি অন‍্য। স্বজনদের ষড়যন্ত্রে অথর্ব হয়ে গিয়েছেন সর্বজয়ার স্বামী সঞ্জয়। হাতছাড়া হয়েছে তার কোম্পানি। শুরু থেকে সব শুরু করতে হচ্ছে সর্বজয়াকে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মুখ খুলছে সর্বজয়া। সম্ভবত এই কারণেই ফের দর্শক বেড়েছে এই সিরিয়ালের।

অপরদিকে সর্বজয়া উপরে উঠতেই তালিকায় নীচে নেমে গিয়েছে জি এরই নতুন সিরিয়াল ‘উমা’। ৮.১ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে এই সিরিয়াল। ‘ঘ‍্যানঘ‍্যানে’ গল্পের অভিযোগ নিয়ে পঞ্চম স্থানে নেমে এসেছে ‘অপরাজিতা অপু’। একইসঙ্গে ৭.৯ নিয়ে পঞ্চম স্থানে ‘করুণাময়ী রাণী রাসমণি’ও রয়েছে।
এক নজরে দেখে নিন সম্পূর্ণ টিআরপি তালিকা-

মিঠাই- ১১.১ (প্রথম)

যমুনা ঢাকি- ৮.৮ (দ্বিতীয়)
সর্বজয়া-৮.৪ (তৃতীয়)
উমা- ৮.১ (চতুর্থ)
অপরাজিতা অপু- ৭.৯ (পঞ্চম)
করুণাময়ী রাণী রাসমণি- ৭.৯ (পঞ্চম)
ধুলোকণা- ৭.১  (ষষ্ঠ)
মন ফাগুন- ৭.০ (সপ্তম)
শ্রীময়ী- ৬.৯  (অষ্টম)
এই পথ যদি না শেষ হয়- ৬.৭ (নবম)
কড়ি খেলা- ৬.৭ (নবম)
খড়কুটো- ৬.৪ (দশম)
কৃষ্ণকলি- ৬.৪ (দশম)

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর