বাঙালি পেল আবেগ, ভারত দিল পরিচয়,পাশ্চাত্য পেল সম্মান ও নোবেলের কর্মফল

 

অমিত সরকার:  অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বর্তমানে এই নামটি ঘোরাফেরা করছে খবরের অন্দরমহলে। বারবার ভেসে আসে একটি নোবেল প্রাপক এর নাম। স্মৃতিচারণ করতে গিয়ে উঠে আসে বিভিন্ন লেখকের এর কথা। বাংলা সাথে যোগ কম নয়। ভারতের সাথে যোগ কম নয়। যে এন ইউ বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে হাবার্ড বিশ্ববিদ্যালয় সমস্ত তাই তার স্মৃতি। অমর্ত্য সেন এর নোবেল পাওয়ার 21 বছর পর ফের কোন বাঙালি পুরস্কার পেলেন।

সেই অর্থনীতিতে অমর্ত্য সেনের ছাত্র দুর্দান্ত বিশ্লেষণ গভীরে গিয়ে ব্যাখ্যা এর জন্য বারবার প্রশংসিত হয়েছেন তিনি। কলকাতাকে অনেকে মিছিলের নগরী, সিটি অফ জয়, বলে থাকে কিন্তু ক্রিয়া প্রেমিকদের কাছে এ আবার ফুটবলের মক্কা। যুবক ছেলেদের কাছে কলকাতা নোবেলের সিদ্ধ ধাম। প্রশ্ন হচ্ছে যাকে নিয়ে এত উদ্দীপনা যাকে নিয়ে স্মৃতিচারণ সে অভিজিৎ দাস স্মৃতিচারণ এদিন তিনি জানালেন তার ঝোঁক ছিলো পাশ্চাত্য সঙ্গীতের প্রতি তার কথায় বব ডিলান যে একজন গায়ক আছেন তা আমি জেনেছিলাম অভিজিতের থেকে সিনেমার প্রতি তার আগ্রহ ছিল চরমস্মৃতিচারণ করতে করতে অভিজিৎবাবু এ দিন জানালেন, চুপচাপ স্বভাবের ছিলেন অভিজিৎ বিনায়ক। ঝোঁক ছিল পাশ্চাত্য সঙ্গীতের প্রতি। অভিজিৎবাবুর কথায়, ‘‘বব ডিলান বলে যে এক জন গায়ক আছেন, তা আমি জেনেছিলাম অভিজিতের থেকেই। বিদেশি সিনেমা নিয়েও ওর আগ্রহ ছিল। মনে আছে, কলেজ স্ট্রিটে আমেরিকান সেন্টারে ও আমাকে সিনেমা দেখাতে নিয়ে গিয়েছিল। দেখেছিলাম চার্লি চ্যাপলিনের ‘মডার্ন টাইমস’ এবং ‘দ্য গ্রেট ডিক্টেটর’।’’

2a24316697567a36aa2426aa13cb10fa 5da56e182e0e1
কিন্তু সর্বশেষ প্রশ্ন হলো যে বাংলা তার কাছ থেকে কি পেল? পাশ্চাত্য ধারণা যদি তার চারদিকের পরিধি গড়ে ওঠে, তবে নোবেল দিয়ে কি বাঙালির আবেগ কি শুধু জয় করল বাঙালি কি তার কাছ থেকে কিছুই পেল না আবেগ ব্যতীত?

সম্পর্কিত খবর