ভারতীয় ট্রাক চালকদের বেধড়ক মারধোর বিজিবির, উত্তাল বাংলাদেশের ফুলবাড়ি এলাকা

বাংলাহান্ট ডেস্কঃ প্রতিদিনের মতই মাল নিয়ে বাংলাদেশে (Bangladesh) গিয়েছিলেন ট্রাক চালকরা। কিন্তু বেলা ১২ টা নাগাদ মাল খালাস হয়ে গেলেও তাঁদের সন্ধ্যে পর্যন্ত দাঁড় করিয়ে রাখে। এরপর তাঁদের এক লাইনে দাঁড়াতে বলা হলেও, একজন ট্রাক মালিক কিছুটা লাইনচ্যুত হতেই, তাঁকে ধরে বেধড়ক মারধোর করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

এমনটাই অভিযোগ করেছে ভারতীয় ট্রাক চালকরা। যার জেরে ভারত-বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ী এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। এমনকি বিজিবির বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিলে, তাঁরা সীমান্ত এলাকায় আমদানি রফতানি বন্ধ করে দেবে বলেও জানিয়েছে।

Truck 1911190640

বিষয়টা হল, ট্রাক চালকরা অভিযোগ করেছেন, প্রতিদিনের মতই মাল নিয়ে বাংলাদেশে যাওয়ার পর বেলা বারোটার সময় মাল খালাস করা হয়ে গেলেও, তাঁদের সন্ধ্যে পর্যন্ত দাঁড় করিয়ে রাখা হয়। এই বিষয় নিয়ে, আগেই বিজিবির সঙ্গে কিছুটা সমস্যা হয়ে গিয়েছে ট্রাক চালকদের। কিন্তু তারপরও তাঁদের ছাড়েনি।

এইভাবে বুধবার দিনও তাঁদের মাল নামানোর পর লাইনে দাঁড়িয়ে থাকতে বললে, একজন ট্রাক চালক কিছুটা লাইনচ্যুত হওয়ায় তাঁকে বেধড়ক মারধোর শুরু করে বিজিবি। এমনকি তাঁর ট্রাকও ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে করলে, অন্য ট্রাক চালকদের মারধোর করে বিজিবি।

এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ফুলবাড়ি স্থলবন্দরে। জানা গিয়েছে, এই সংঘর্ষের ফলে বছর ২৬ এর বাপি সরকার এবং ৩০ বছর বয়সী মহম্মদ আক্তার গুরুতর জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন ট্রাক মালিক আহত হয়েছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর