রাজ্য চালাতে ১ লক্ষ কোটি টাকা চাই, প্রধানমন্ত্রীর কাছে দাবি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী রূপে শপথ নেওয়ার পর এই প্রথম দিল্লি সফর করলেন ভগবন্ত মান এবং দিল্লিতে তাঁর প্রথম সফরের মাঝে দেশের রাজনীতিতে যে এক গভীর প্রভাব ফেলেছেন এই আপ নেতা, তা বলা যায়। সফরের প্রথম দিনই প্রধানমন্ত্রী মোদির কাছে যেমন তাঁর দাবি-দাওয়া নিয়ে সওয়াল করলেন, ঠিক তেমনই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও কথা বলেছেন তিনি।

বৃহস্পতিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী দিল্লিতে পৌঁছে প্রথমেই যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে এবং বৈঠকে হাজির হয়ে তিনি মোদির কাছে জাতীয় নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন। এ বিষয়ে তিনি কেন্দ্রের সাহায্য চান। এছাড়াও পাঞ্জাবের আর্থিক পরিস্থিতিকে পুনরায় চাঙ্গা করে তোলার জন্য তিনি প্রতিবছর ৫০ হাজার কোটি টাকা করে দু’বছরের জন্য কেন্দ্র সরকারের কাছে সাহায্য চান তিনি। বৈঠক সেরে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথা বলেন বলেও জানা যায়।

পাঞ্জাবে ঘটা সদ্য বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি বহু সংখ্যক ভোট নিয়ে জয়ী হয়েছে। ৯২টি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়ে কংগ্রেসকে পরাজিত করে পাঞ্জাবে প্রথমবারের মতো সরকার গঠন করে আম আদমি পার্টি। এবং সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভগবন্ত মান। শপথ নেওয়ার পর তিনি পাঞ্জাবকে দুর্নীতিমুক্ত রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি দেন এবং সেখানকার মানুষজনকে আনন্দে রাখাই যে তাঁর একমাত্র লক্ষ্য, সে কথা ঘোষণা করেন। এরপরই দিল্লি সফর যে বেশ তাৎপর্যপূর্ণ হবে, তা মনে করেছিল বিশেষজ্ঞরা।

বর্তমানে মোদির সঙ্গে বৈঠকের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন যে, জাতীয় নিরাপত্তা নিয়ে তাঁরা বেশ চিন্তিত এবং এ বিষয়ে কেন্দ্রের সাহায্য চায় তাঁর দল। তিনি এও জানান যে, পাঞ্জাবের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় এবং সে কারণেই তিনি কেন্দ্রের কাছে ৫০ হাজার কোটি টাকা অর্থের প্যাকেজের দাবি করেন।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর