2G থেকে কমনওয়েলথ, ৪.৮২ লাখ কোটির দুর্নীতি! কংগ্রেসের কেলেঙ্কারি ফাঁস করল বিজেপি

বাংলা হান্ট ডেস্ক : বিজেপি (BJP) তৈরি করল ‘কংগ্রেস ফাইলস’ (Congress Files)। বিরোধী দলকে আক্রমণ করতে নতুন ভিডিও সিরিজ শুরু করল গেরুয়া শিবির। ইউপিএ আমলের দুর্নীতিগুলিই এই ভিডিওতে তুলে ধরা হবে বলে জানা গিয়েছে। রবিবার এই ভিডিও সিরিজের প্রথম এপিসোডটি প্রকাশ করে বিজেপি। আগামী দিনে আরও বেশ কয়েকটি ভিডিও প্রকাশিত হবে বলেই দাবি গেরুয়া শিবিরের।

আজ তিন মিনিটের একটি ভিডিও প্রকাশিত হয় বিজেপির টুইটার হ্যান্ডেলে। সেখানে লেখা হয়, কংগ্রেস আর দুর্নীতি সমার্থক। ৭০ বছর তারা সাধারণ মানুষের বিপুল অর্থ লুট করেছে। ৪ লক্ষ কোটিরও বেশি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত কংগ্রেস (Congress)। এই অর্থ সঠিক ভাবে ব্যবহার করতে পারলে ২৪টি আইএনএস বিক্রান্ত বা ৩০০টি রাফালে জেট কেনা যেত।

কংগ্রেস জমানার শেষ ১০ বছরের ঘটনাবলির কথাই উল্লেখ করা হয়েছে বিজেপির এই ভিডিওটিতে। ২০০৪ থেকে ২০১৪ সালকে ‘লস্ট ডেকেড’ আখ্যা দিয়েছে গেরুয়া শিবির। কয়লা, ২-জি নেটওয়ার্ক, কমনওয়েলথ গেমস, মনরেগা- একাধিক ইস্যুতে দুর্নীতির কথা তুলে ধরেছে বিজেপির এই ভিডিও। সিরিজের প্রথম এপিসোডে সোনিয়া গান্ধী ও মনমোহন সিংকে ‘মুখ্য ভূমিকা’য় দেখা গিয়েছে।

congress

ভিডিওর শেষে বলা হয়, এটা কংগ্রেস আমলের দুর্নীতির শুধুমাত্র একটা ‘ট্রেলার’। পুরো সিনেমা এখনও বাকি রয়েছে। আগামী দিনে এই ভিডিওর বেশ কয়েকটি এপিসোড সামনে আসবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। কংগ্রেসের পক্ষ থেকে এই ভিডিও নিয়ে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

কিছু দিন আগেই ইডি এবং সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে অপব্যবহার করার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস, তৃণমূল, আপ, সিপিএম-সহ মোট ১৪টি দল। এই প্রসঙ্গে বিরোধী দলগুলিকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘দেশে ভ্রষ্টাচারী বাঁচাও আন্দোলন চলছে।’ বিরোধীদের অভিযোগ ছিল, বেছে বেছে বিরোধী দলের নেতানেত্রীদেরই নিশানা করছে ইডি, সিবিআইয়ের মতো সংস্থাগুলি। পাল্টা বিজেপির তরফে বলা হয়, দুর্নীতিগ্রস্ত দলগুলি তদন্তের হাত থেকে বাঁচতেই এ সব দাবি করছে। এই অবস্থায় ভিডিও প্রকাশ করে ‘দুর্নীতি’র হিসাব তুলে ধরাকে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর