পুরভোটে গোটা বাংলায় বিজেপির জয়ের ভবিষ্যৎবাণী, ফের বেফাঁস মুকুল রায়! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ ফের মুখ ফসকাল কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের (Mukul Roy)। এবারও তিনি গত দু’বারের মতো তৃণমূল (All India Trinamool Congress) নেতাদের পাশে নিয়ে গোটা বাংলা জুড়ে বিজেপির (Bharatiya Janata Party) জয়ের ভবিষ্যৎবাণী করলেন। তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে পাশে নিয়েই মুকুলবাবু এই মন্তব্য করেন। বিধায়ক বলেন, ‘আসন্ন পুরসভা নির্বাচনে গোটা বাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে।”

সাংবাদিকদের সামনে এরকম কথা বলার পর পাশে দাঁড়িয়ে থাকা তৃণমূলের নেতারা মুকুলবাবুকে তাঁর ভুল ধরিয়ে দেন। যদিও, মুকুল রায় সেই ভুল না শুধরে নিজের বক্তব্যে অনড় থেকে বলেন, ‘তৃণমূল আর ভারতীয় জনতা পার্টি একই।” শুক্রবার বোলপুরের ডাকবাংলো মাঠে বিকল্প পৌষমেলার তৃণমূলের স্টলে গিয়েছিলেন মুকুল রায়। সেখান থেকে তিনি সার্কিট হাউসে গিয়ে অনুব্রত মণ্ডলকে পাশে নিয়ে এই মন্তব্য করেন। যদিও, অনুব্রতবাবু প্রথমে একটু হকচকিয়ে গেলেও পরে মুকুল রায়ের মন্তব্যকেই মান্যতা দিয়ে এড়িয়ে যান।

অন্যদিকে, ‘বিজেপিতেই আছেন মুকুল রায়। তৃণমূলে যোগ দেননি তিনি’ এমন দাবিই করলেন মুকুল রায়ের আইনজীবী। মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের আবেদনের মামলার শুনানিতে শুক্রবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে এমন কথাই বললেন মুকুল রায়ের আইনজীবী।

এখন প্রশ্ন উঠছে যে, তাহলে কী মুকুলবাবু নিজের বিধায়ক পদ আর PSC চেয়ারম্যান পদ বাঁচাতেই কী বারবার এমন বেফাঁস মন্তব্য করে চলেছেন? প্রথমবার মুকুলের বেফাঁস মন্তব্যের পর তাঁর পুত্র শুভ্রাংশু রায় প্রতিক্রিয়া দিয়ে বলেছিলেন যে, ‘বাবা অসুস্থ আর মায়ের চলে যাওয়ার শোক এখন কাটিয়ে উঠতে পারেন নি। কড়া ডোজের ওষুধ খান বলেই হয়ত এমন ডিসব্যালেন্স হয়ে পড়েছেন।” যদিও, এরপর মুকুলবাবুকে আর জনসমক্ষে দেখা যায়নি। অনেকদিন পর তিনি আবার প্রকাশ্যে এসে এমন বেফাঁস মন্তব্য করে শিরোনামে উঠে এলেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর