পাত্তা পাবে না JIO, ১০৯ টাকায় ৩০ দিনের প্ল্যান লঞ্চ করে মার্কেট কাঁপিয়ে দিল এয়ারটেল

বাংলাহান্ট ডেস্ক : গ্রাহকদের জন্য চারটি নতুন প্ল্যান লঞ্চ করল এয়ারটেল (Bharti Airtel)। যেগুলির মধ্যে দুটি হলো মাসিক বৈধতার। এগুলির মধ্যে একটি হল ১০৯ টাকা ও অন্যটি ১১১ টাকা। এমন অবস্থায় ব্যবহারকারীরা জিওর (Jio) সাথে তুলনা টানছেন এয়ারটেলের। আসুন এক নজরে দেখে নেওয়া যাক রিচার্জ প্লানের ক্ষেত্রে এয়ারটেল ও জিও কোথায় দাঁড়িয়ে।

এয়ারটেলের ১০৯ ও ১১১ টাকার প্ল্যান:

এয়ারটেলের এই দুটি রিচার্জ অপশনের মধ্যে পার্থক্য হল বৈধতার। অন্যান্য সুযোগ-সুবিধা প্রায় একই। ১০৯ টাকা রিচার্জ করলে বৈধতা পাওয়া যাবে ৩০ দিনের। অন্যদিকে ১১১ টাকা প্ল্যানটির বৈধতা গোটা মাসের। অর্থাৎ যেদিন থেকে রিচার্জ করা হবে পরের মাসে সেদিন পর্যন্ত বৈধতা থাকবে। জুলাই মাস ৩১ দিন হলে আপনি ৩১ দিনের বৈধতাই পাবেন।

অন্যান্য সুবিধাগুলোর মধ্যে আছে দুটি প্ল্যানিয়েই ৯৯ টাকার টকটাইম পাওয়া যায়।স্থানীয় এবং STD কলিংয়ের জন্য প্রতি সেকেন্ডে ২.৫ পয়সা চার্জ করা হবে।একই সাথে, আপনি এতে ২০০ এমবি ডেটাও পাবেন। অন্যদিকে এসএমএসের জন্য দুই ধরনের চার্জ কার্যকর করেছে কোম্পানি। স্থানীয় এসএমএস প্রতি এসএমএস এর জন্য ১ টাকা চার্জ করা হবে এবং এসটিডি এসএমএস এর জন্য ১.৫ টাকা খরচ হবে।

জিও ফোন রিচার্জ প্ল্যান:

প্রথমে আমরা Jio-এর সস্তা 4G ফোনের কথা বলি। ১০০ টাকার কাছাকাছি Jio ফোনের জন্য তিন ধরনের প্ল্যান রয়েছে। প্রথম প্ল্যানটি ৭৫ টাকা এবং দ্বিতীয় প্ল্যানটি ৯১ টাকা। যেখানে তৃতীয় প্ল্যানটি ১২৫ টাকা। ৭৫ টাকার প্ল্যানে আপনি ২৩ দিনের বৈধতা পাবেন। একই সাথে, কোম্পানি আনলিমিটেড কলিংয়ের সাথে প্রতিদিন ১০০ এমবি ডেটার সাথে ২০০ এমবি অতিরিক্ত ডেটা বিনামূল্যে দিচ্ছে। এর সাথে আপনি ৫০ টি SMS এবং Jio অ্যাপ পরিষেবা পাবেন।

৯১ টাকার প্ল্যানে আপনি ২৮ দিনের বৈধতা পাবেন। এর সাথে, প্রতিদিন ১০০ এমবি ডেটার সাথে ২০০ এমবি অতিরিক্ত ডেটা দেওয়া হয়। এতে ৫০ টি এসএমএস এবং আনলিমিটেড কলিংও দেওয়া হয়েছে।

১২৫ টাকার প্ল্যানে আপনি ২৩ দিনের বৈধতা পাবেন এবং প্রতিদিন ৫০০ এমবি ডেটা দেওয়া হবে। অর্থাৎ আপনি মোট ১১.৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এর সাথে Jio অ্যাপে আনলিমিটেড কলিং এবং ৩০০ এসএমএস এর সুবিধা পাওয়া যাচ্ছে।

জিও স্মার্টফোন রিচার্জ প্ল্যান:

অন্যদিকে, Jio-এর স্মার্টফোন রিচার্জ প্ল্যানের কথা বললে, কোম্পানির ১১৯ টাকা, ১৪৯ টাকা এবং ১৫৫ টাকার প্ল্যান রয়েছে। ১১৯ টাকার প্ল্যানে আপনি মাত্র ১৪ দিনের বৈধতা পাবেন। একই সাথে, আপনি প্রতিদিন ১.৫ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং পাবেন। আপনি ১৪ দিনে ২১ জিবি ডেটা পাবেন। এর সাথে ৩০০ টি SMS এবং Jio পরিষেবা বিনামূল্যে পাওয়া যাচ্ছে।

Jio-এর ১৪৯ টাকার প্ল্যানে আপনি ২০ দিনের বৈধতা পাবেন এবং কোম্পানি প্রতিদিন ১ জিবি ডেটা দিচ্ছে। অর্থাৎ, আপনি ২০ জিবি মোট ডেটা পাচ্ছেন। এর বাইরে আনলিমিটেড কলিং, ৩০০ টি ফ্রি এসএমএস এবং জিও পরিষেবা পাওয়া যাচ্ছে।

একইভাবে, যদি আমরা ১৫৫ টাকার প্ল্যানের কথা বলি, তাহলে কোম্পানি এতে ২৮ দিনের বৈধতা দিচ্ছে কিন্তু ডেটা পাচ্ছেন মাত্র ২ জিবি। এছাড়াও আপনি আনলিমিটেড কলিং এবং ৩০০ SMS পাবেন। এই প্ল্যানে Jio পরিষেবাও বিনামূল্যে দেওয়া হচ্ছে।

অর্থাৎ, সামগ্রিকভাবে, আপনি Jio-এর সমস্ত পরিষেবাগুলিতে প্রচুর কলিং সুবিধা পাচ্ছেন, তবে বৈধতার পরিপ্রেক্ষিতে এয়ারটেলের থেকে কম দামে কোনও প্ল্যান পাচ্ছেন না। সম্পূর্ণ 30 দিন বা মাসের জন্য কোনও প্ল্যান সক্রিয় থাকবে না। সেক্ষেত্রে এয়ারটেলে নতুন প্ল্যান গুলি যে জিও কে চিন্তায় ফেলবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর