সত্যিই তো বাবা-কাকার চরিত্রে অভিনয় করি, আমি একজন ফ্লপ হিরো: ভাস্কর বন্দ্যোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্ক: বড়পর্দায় কাজ শুরু করার পর এখন ছোটপর্দায় এসেছেন, এমন অভিনেতা অভিনেত্রীর সংখ্যা কম নয়। আর এই তালিকায় বেশ উল্লেখযোগ্য নাম ভাস্কর বন্দ্যোপাধ্যায় (Bhaskar Banerjee)। তিনি যখন কাজ শুরু করেন তখন শুধুই সিনেমা হত। তবে প্রতিভাকে কোনো একটি মাধ্যমে আটকে রাখা যায় না। রোখা যায়নি ভাস্করকেও। সিনেমার পাশাপাশি সিরিয়ালেও চুটিয়ে অভিনয় করছেন তিনি।

তবে সময় বদলানোর সঙ্গে সঙ্গে বদলেছে অনেক কিছুই। নায়ক হিসাবে বড়পর্দায় কাজ শুরু করলেও সাফল্য ধরে রাখতে পারেননি তিনি। নায়ক থেকে পার্শ্ব চরিত্রে নেমেছে ভূমিকা। সিরিয়ালের ক্ষেত্রেও বাবা, কাকা, জ্যাঠার চরিত্রেই বেশি দেখা মেলে ভাস্করের। বিষয়টা নিয়ে কিছুদিন আগে একটা বিতর্কও হয়েছিল। তাঁর বাবা কাকার চরিত্রে অভিনয় করা নিয়ে কটাক্ষ করা হলে পালটা জবাব দিয়েছিলেন অভিনেতার ছেলে।

bhaskar banerjee

এবার এক সাক্ষাৎকারে মুখ খুললেন ভাস্কর নিজেই। তিন দশক কাটিয়ে ফেলেছেন তিনি টলিউডে। খেলার প্রতিই ছিল আগ্রহ। অভিনয়ে আসার পরিকল্পনাই ছিল না। কিন্তু বিধাতার ইচ্ছা ছিল অন্য রকম। অভিনেতা হন ভাস্কর। প্রথম দিকের দুটো ছবি বৌ রানী, শ্বেত পাথরের থালা দুটোই হিট। অভিনেত্রী তনুশ্রী দাসের সঙ্গে তাঁর জুটি বেশ জনপ্রিয় ছিল। এমনকি ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গেও অভিনয় করেছেন ভাস্কর। কিন্তু নায়ক হিসাবে তাঁকে বেশিদিন পায়নি দর্শক।

তবে অভিনেতার কথায়, প্রতিভার তুলনায় তিনি বেশি পেয়েছেন। একথা ঠিক যে তিনি হিরো হিসেবে ফ্লপ। খেলায় হেরে গিয়েছেন তিনি। প্রথম দুটো ছবি চলার পর আর চলেনি। তখনি আউট হয়ে গিয়েছেন তিনি। এতে অবশ্য কোনো আক্ষেপ নেই ভাস্করের। তাঁর কথায়, উচ্চাকাঙ্ক্ষা কখনোই ছিল না তাঁর। উত্তম কুমার হতে চাননি তিনি। দর্শকরাও ফ্লপ হিরো বলে তাঁকে দূরে সরিয়ে দেয়নি। বরং ভালবেসেছে বরাবর।

কথায় কথায় ওঠে তাঁর পুত্রের ক্ষোভের কথাও। ভিডিওতে ইন্দ্রনীলকে বলতে শোনা গিয়েছিল, ‘শাশ্বত কাকু যিশু আঙ্কেল মুম্বই চলে গিয়েছিলেন বলে নিজেদের প্রাপ্য সম্মানটা পেয়েছেন।’ তিনি বলেছিলেন, তাঁর বাবা টলিউডের জন্য কী করেছেন সেটা সকলেই জানেন। পেটের দায়ে বাবা কাকার চরিত্রে অভিনয় করতে হয় না তাঁকে। টলিপাড়ার সৃজনশীল মানুষরা ভাল চিত্রনাট্য লিখলে তবে তো অভিনেতারা অভিনয়ের সুযোগ পাবেন।

bhaskar banerjee

কিন্তু এদিন সাক্ষাৎকারে ভাস্কর বলেন, ইন্দ্র বাচ্চা ছেলে। রেগে গিয়ে বলে ফেলেছে ওইসব। তাঁর নিজের কিন্তু রাগ হয় না। তিনি বাবা কাকার চরিত্রে অভিনয় করেন এটা তো সত্যি। এতে তাঁর কোনো দুঃখ নেই। যিশু, শাশ্বতর সাফল্যও কামনা করেছেন তিনি। তবে অভিনেতা এও বলেন, বাবার হয়ে কথা বলেছে ছেলে। সেটাও তাঁর ভাল লেগেছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর