হ্যাটট্রিক সহ ৬ টি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন আপ ধ্বংস করে দিলেন বিধ্বংসী বুমরাহ।

চলছে ওয়ার্ল্ড টেষ্ট চ্যাম্পিয়নশিপ। আর ওয়ার্ল্ড টেষ্ট চ্যাম্পিয়নশিপে ভারতের দ্বিতীয় টেষ্ট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত 416 রানের পাহাড় দাঁড় করিয়েছে। সেই রানের জবাবে শুরু থেকেই একের পর এক ধাক্কা খাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। সাবাইনা পার্কে ভারতের 416 রানের জবাবে ব্যাট করতে নেমেই ভারতীয় পেসার বুমরাহের দাপুটে একেবারে দিশাহারা হয়ে উঠে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা।

এইদিন বল করতে নেমে প্রথম থেকেই ভয়ঙ্কর হয়ে উঠেছিল বুমরাহ। মাত্র 9.1 ওভার বল করে 16 রান দিয়ে একটি হ্যাটট্রিক সহ 6 উইকেট তুলে নেন বুমরাহ। আর বুমরাহের এই দাপুটে বোলিংয়ের কাছে কার্যত অসহায় দেখায় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন আপ। বুমরাহের এই ভয়ঙ্কর বোলিংয়ের সামনে দাঁড়াতে না পেরে দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর 87 রান 7 উইকেটের বিনিময়ে। ভারতীয় রান থেকে এখন 329 রানে পিছিয়ে এই মুহূর্তে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ টিম।

IMG 20190901 091438

ভারতের 416 রানের জবাবে ব্যাট করতে নেমে এক সময় 13 ওভারেই 5 টি উইকেট হারিয়ে দিশেহারা অবস্থা হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। আর এই 5 টি উইকেটের মধ্যে সবকটিই তুলে নেন বুমরাহ। বুমরাহ তৃতীয় ভারতীয় বোলার হিসাবে টেষ্টে হ্যাটট্রিক করলেন এর আগে হরভজন সিং এবং ইরফান পাঠানের ছিল এই কৃতিত্ব। সেই সাথে পরপর দুটি টেষ্টেই 5 টি করে উইকেট নিয়ে এক অনন্য নজির গড়লেন বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং এর নবম ওভরে ব্রাভো, ব্রুকস এবং চেসের উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক নেয় বুমরাহ।

এর আগে প্রথম দিনে ভারতীয় ইনিংস এর শুরুতে ভারতীয় ওপেনার কে এল রাহুল এবং টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান পুজারাকে হারিয়ে কিছুটা হলেও চাপে পড়ে যায় ভারতীয় দল, সেই সময় দলকে টানতে শুরু করে মায়াঙ্ক আগারওয়াল এবং অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলি করেন ব্যাক্তিগত 76 রান। দ্বিতীয় দিনে ভারতীয় ইনিংসের শেষের দিকে ভারতীয় বোলার ইশান্ত শর্মাকে সাথে নিয়ে ভারত কে 400 রানের গন্ডি পার করে দেন হনুমা বিহারী সেই সাথে টেস্টে প্রথম সেঞ্চুরিও করেন উনি। অপরদিকে ইশান্ত শর্মা করেন ব্যাক্তিগত 57 রান। জবাবে ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ক্যারিবিয়ানরা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর