কপালে রসকলি উধাও! ঝকমকে ব্লেজার পরে নীল-দর্শনাদের মাঝে নাচলেন ‘বাদাম কাকু’ ভুবন বাদ‍্যকর

বাংলাহান্ট ডেস্ক: পরনে সিক‍্যুইনের ঝকমকে ব্লেজার, কালো জামা প‍্যান্ট। সম্পূর্ণ কেতাদুরস্ত সাজে তারকা পরিবেষ্টিত হয়ে ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গাইছেন যে ব‍্যক্তি, তাঁকে এক ঝলকে চেনা দায়! ইনিই কি সেই ভাইরাল ভুবন বাদ‍্যকর (Bhuban Badyakar)? নেটিজেনরা দেখে হতবাক। যে ভুবন বাদ‍্যকর বাদাম বেচার ফাঁকে গান গেয়ে ভাইরাল হয়েছিলেন তাঁর সঙ্গে এই ভুবনের আকাশ পাতাল তফাত।

এই ভুবন বাদ‍্যকর সেলিব্রিটি। তথাকথিত গ্রাম‍্য লুঙ্গি শার্টের লুক ছেড়ে তাঁর গায়ে চড়েছে ঝকঝকে ব্লেজার। চারপাশে টেলিপাড়ার তারকারা। নীল ভট্টাচার্য, দর্শনা বণিকের মতো জনপ্রিয় মুখও রয়েছে সেখানে। মধ‍্যমণি হয়ে গান গাইছেন ভুবন। আর তাঁকে ঘিরে ট্রেন্ডিং নাচের স্টেপ করছেন নীল, দর্শনা সহ বাকিরা। রিল ভিডিওটি শেয়ার করেছেন খোদ ‘উমা’র নায়ক।

IMG 20220219 164127
শুক্রবার শহরের এক নামী রেস্তোরাঁ ও হোটেলে পারফর্ম করেছেন ভুবন। কপালে এদিন তাঁর রসকলি দেখা না গেলেও মঞ্চে উঠে ‘জয় রাধে’ বলে গান শুরু করেন তিনি। সরল কথায় তিনি বলেন, তাঁর বিশেষ জ্ঞান নেই। তবুও তিনি আশা করেন যে সকলে তাঁকে আপন করে নেবেন।

https://www.instagram.com/reel/CaIERtKlLbC/?utm_medium=copy_link

সম্প্রতি বীরভূমের ইলামবাজারের সংস্থা গোধূলিবেলা মিউজিক কোম্পানির সঙ্গে তিন লক্ষ টাকার চুক্তি করেছেন ভুবন। উল্লেখ‍্য, এই কোম্পানিই তাঁর গানটিকে প্রথম আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করে। বাকিটা সকলেরই জানা। এবার ভুবনের সঙ্গে ব‍্যবসায়িক সখ‍্যতার পরিসর আরেকটু বাড়ালো ওই সংস্থা।

https://www.instagram.com/reel/CaIG36iFXHD/?utm_medium=copy_link

বৃহস্পতিবার ভুবনের গানের কপিরাইট নিয়ে নিল গোধূলিবেলা মিউজিক সংস্থা। এখন থেকে যেই তাঁর গান ব‍্যবহার করার চেষ্টা করুক না কেন, আগে আইনি পরামর্শ নিতে হবে তাদের থেকে। ইতিমধ‍্যেই চুক্তির দেড় লক্ষ টাকা হাতে পেয়ে গিয়েছেন ভুবন। আগামী সপ্তাহে পাবেন বাকি টাকাটা। খুশিতে ডগমগ ভুবন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘বাদাম কাকু’ বলেন, এখন তিনি সেলিব্রিটি। তাই আর বাদাম বেচবেন না। কারণ এখন আর কেউ বাদাম কিনবেন না তাঁর কাছ থেকে। ভুবন বলেন, বিদেশেও তাঁর গান বাজছে। সবাই নাচছে। দিল্লি, মুম্বই থেকেও ডাক পাচ্ছেন। খুশি ভুবন বাদ‍্যকর।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর