গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রই! শপথ গ্রহণ আজ, উপস্থিত থাকবেন মোদি ও অমিত শাহ

বাংলাহান্ট ডেস্ক : প্রধানমন্ত্রীকে দেওয়া কথা রেখেছেন তিনি, বিধানসভা নির্বাচনে জিতেছেন রেকর্ড ভোটে। আসনের বন্যা বইয়ে দিয়েছে তার দলও। আর তাই মুখ্যমন্ত্রীর পদ তাঁর প্রাপ্যই ছিল। আজ সোমবার গুজরাটের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন ভূপেন্দ্র ভাই প্যাটেল ((Bhupendra Patel)। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন তিনি। জানা যাচ্ছে, আজ দুপুর ২টোয় গান্ধীনগরের হেলিপ্যাড ময়দানেই শপথ নেবেন ভূপেন্দ্র। গুজরাটের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সহ আরও নানা তাবড় ব্যক্তিত্ব।

গত সপ্তাহের বৃহস্পতিবারই ফলপ্রকাশ হয় গুজরাট ও হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের। গুজরাটে রেকর্ড গড়ে ১৮২টি আসনের মধ্যে ১৫৬টি আসনে জয়ী হয় বিজেপি। যদিও ফলঘোষণার আগেই বিপুল ভোটে জয় নিয়ে নিশ্চিত ছিল বিজেপি। আর তাই আগে থেকেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দেওয়া হয়। গুজরাটে বিজেপির প্রধান সিআর পাটিল সেদিনই জানান, আবারও মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভূপেন্দ্র প্যাটেল। আগামী ১২ ডিসেম্বর তিনি শপথ নেবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও

বিজেপি সাধারণত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম তুলে ধরে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই সমস্ত জায়গায় বিজেপির মুখ হিসাবে তুলে ধরা হয়। গুজরাট ভোটের ক্ষেত্রেও একই পথ অনুসরণ করা হয়। তবে বিজেপির পক্ষ থেকে আগেই  ইঙ্গিত দেওয়া হয়েছিল যে মসনদে ফিরলে ভূপেন্দ্র প্যাটেলই মুখ্যমন্ত্রী হবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও নির্বাচনী প্রচারে ‘নরেন্দ্র-ভূপেন্দ্রের ডবল ইঞ্জিন সরকার’-এর পক্ষে সওয়াল করেন। নির্বাচনে ফল প্রকাশের পরও তিনি বলেন, ‘ভূপেন্দ্রর জয়  নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করেছে নরেন্দ্র দলের নেতারা।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর