“কাশ্মীরি আপেল কেনবার মুরদ নেই, কাশ্মীরি মেয়েকে বিয়ে করতে চাইছে” টুইট করলেন বিদিতা

প্রধানমন্ত্রী ৫ ই আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নানা রকম চর্চা হচ্ছে। মোদি বলিউডকে বলেছে সেখানে শুটিং করতে তা নিয়ে চর্চা হয়। এছাড়াও কাশ্মীরের জায়গা কেনা, কাশ্মীরি ছেলে বা মেয়েদের বিয়ে করা ইত্যাদি ভাবে জল্পনা শুরু হয়েছে। কাশ্মীরি মহিলাকে বিয়ে করা নিয়ে এখন ট্রেন্ড উঠেছে।

Screenshot 2019 08 12 21 57 06 387 com.google.android.googlequicksearchbox

এই জল্পনা নিয়ে সোশ্যাল মিডিয়া তারকারাও চর্চা করছেন। এটি এখন বিতর্ক এবং সমালোচনার বিষয় হয়ে উঠেছে। অভিনেত্রী বিদিতা বাগ টুইটারে টুইট করে বলেছেন,”কাশ্মীরি আপেল কিনার মুরোদ নেই যাদের, তারা এখন কাশ্মীরি মেয়ে বিয়ে করতে চান”।

মন্তব্যকরার পর অভিনেত্রী বিদিতা ট্রোলের শিকার হয়েছেন এবং তাকে অনেক সমালোচনার মধ্যে পড়তে হচ্ছে। তিনিও এই সমালোচনার সমালোচনার প্রত্যুত্তরে বলেছেন,” যারা আমাকে নিশানা করে ট্রোলড করছেন, তারা সত্যিই কাশ্মীরি আপেল কিনতে গিয়ে দাম শুনে কলা কিনে বাড়ি ফেরেন”। এই মন্তব্যের পরেও তিনি চর্চা থেকে বঞ্চিত হয়নি সোশ্যাল মিডিয়ায়।

IMG 20190812 WA0027

সম্পর্কিত খবর