জঘন্য পারফরম্যান্সের জন্য এবার কড়া পদক্ষেপ! স্টার্ক ছাড়াও কপাল পুড়ল এই প্লেয়ারের, বড় সিদ্ধান্ত KKR-এর

বাংলা হান্ট ডেস্ক: গত ২১ এপ্রিল অর্থাৎ রবিবার ইডেন গার্ডেন্সে সম্পন্ন হল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হাইভোল্টেজ ম্যাচ। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ওই ম্যাচটি ছিল নাটকীয়তায় পূর্ণ। পাশাপাশি, ওই ম্যাচের একদম শেষ পর্যন্তই দুই দলের সমর্থকদের মধ্যে টেনশনের চোরা স্রোত বজায় ছিল। ম্যাচটিতে টসে জিতে RCB অধিনায়ক ডু প্লেসি KKR-কে প্রথমে ব্যাট করতে পাঠান।

এদিকে, ব্যাট হাতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খেলা শুরু করেন KKR-এর উইকেট রক্ষক ফিল সল্ট। মাত্র ১৪ বলে তিনি করে ফেলেন ৪৮ রান। তবে, এইদিন মাত্র ১০ রানে আউট হয়ে যান KKR-এর অন্যতম অলরাউন্ডার সুনীল নারিন। KKR অধিনায়ক শ্রেয়স আইয়ার এইদিন ৩৬ বলে ৫০ রান করে দলকে ভালো জায়গায় পৌঁছে দেন। এর পাশাপাশি রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল করেন যথাক্রমে ২৪ এবং ২৭ রান। এছাড়াও, শেষ মুহূর্তে মাত্র ৯ বলে ২৪ রানের ইনিংস খেলেন রমনদীপ সিং। আর এইভাবেই নির্ধারিত ২০ ওভারে ২২২ রান করে ফেলে KKR।

এর জবাবে ব্যাট করতে নেমে বিরাট কোহলি বিধ্বংসী ভাবে শুরু করলেও শেষ পর্যন্ত বিতর্কিতভাবে আউট হয়ে যান। যার পরিপ্রেক্ষিতে শুরু হয় তুমুল সমালোচনা। এমতাবস্থায়, মাত্র ৭ বলে ১৮ রানের ইনিংস খেলে মাঠ ছাড়তে হয় কোহলিকে। যদিও তারপরে, উইল জ্যাক্স ও রজত পাতিদার উভয়েই করেন হাফ সেঞ্চুরি। তবে, শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবে যায় RCB-র। প্রভুদেশাই ২৪ রান, কার্তিক ২৫ রান করলেও এবং একদম শেষে করণ শর্মা ২০ রানের দুর্ধর্ষ ইনিংস খেললেও শেষ পর্যন্ত মাত্র ১ রানে ম্যাচটি জিতে যায় KKR।

আরও পড়ুন: হিরো হতে গিয়ে জিরো! এই একটা ভুলেই হারল RCB, দোষ পড়ল এই প্লেয়ারের ঘাড়ে

জঘন্য পারফরম্যান্স: KKR ম্যাচ জিতে ২ পয়েন্ট ঘরে আনলেও সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে প্রশ্নের মুখে পড়েছে এই দল। ২২২ রান করেও KKR যেভাবে ম্যাচ হারতে বসেছিল তা নিয়েই হচ্ছে আলোচনা। শুধু তাই নয়, ২৫ কোটির বোলার স্টার্ক ৩ ওভার বল করেই দিয়ে দেন ৫৫ রান। এমনকি, একদম শেষ ওভারে করণ শর্মা স্টার্কের বলে ৩ টি ছক্কা হাঁকিয়ে দেন। যদিও, শেষপর্যন্ত স্টার্কের হাতেই আউট হন তিনি। তবে, স্টার্কের এই পারফরম্যান্স কিছুতেই সন্তুষ্ট করতে পারছে না KKR সমর্থকদের। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আগামী ম্যাচে মিচেল স্টার্ক সুযোগ নাও পেতে পারেন বলে মনে করছেন অভিজ্ঞরা।

আরও পড়ুন: ডুবিয়েই দিয়েছিল স্টার্ক, ৩ ওভারে ৫৫ রান দেওয়া ২৫ কোটির বোলারকে নিয়ে বয়ান KKR প্লেয়ারের

এর পাশাপাশি, কলকাতার আরেকজন প্লেয়ারকে ঘিরেও তৈরি হয়েছে জল্পনা। যিনি অলরাউন্ডার হিসেবে বিবেচিত হলেও তাঁর পারফরম্যান্স এখনও নজর কাড়তে পারেনি। যার ফলে আগামী ম্যাচগুলিতে তিনিও আদৌ সুযোগ পাবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। মূলত, ভেঙ্কটেশ আইয়ারকে ঘিরেই শুরু হয়েছে এই আলোচনা। আমরা যদি চলতি বছরের IPL-এ তাঁর পারফরম্যান্স দেখি সেক্ষেত্রে তিনি ৭ টি ম্যাচ খেলে মাত্র ৮৯ রান করেছেন। যার মধ্যে রয়েছে একটি অর্ধশতরান। তবে, তিনি অলরাউন্ডার হলেও তাঁকে বল হাতে দেখা যায়নি। এমতাবস্থায়, শুধুমাত্র একটি ম্যাচেই ব্যাটে ভালো রান পেলেও বাকিগুলিতে তিনি দাগ কাটতে পারেননি। আর তাই অনুমান করা হচ্ছে যে, আগামী ম্যাচে হয়তো বাদ পড়তে পারেন ভেঙ্কিও।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর