বড়সড় পরিবর্তন আসছে ভারতীয়দের জীবনে, আজ থেকে বদলে যাচ্ছে এই ৫ টি নিয়ম

বাংলাহান্ট ডেস্কঃ আজ ১ লা মার্চ (march)। নতুন মাস শুরু হতেই বেশকিছু নতুন নিয়মও কার্যকর হতে চলেছে। আজ থেকেই শুরু হচ্ছে করোনা ভ্যাকসিন প্রয়োগের নতুন পর্ব, বৃদ্ধি পেল রান্নার গ্যাসের দাম। এছাড়াও আর কি কি নতুন নিয়ম জারি হচ্ছে, আসুন দেখে নেওয়া যাক।

Vaccine PTI 1200 03012021 compressed

করোনা টিকাকরণ
১ লা মার্চ থেকেই শুরু হচ্ছে করোনা টিকাদানের নতুন পর্ব। এই পর্বে ৬০ বছর উর্দ্ধো এবং ৪৫ উর্দ্ধো অসুস্থ ব্যক্তিরা টিকা নিতে পারবেন। সরকারী মাধ্যমে এই টিকা নিলে সম্পূর্ণ বিনামূল্যে নিতে পারবেন এবং বেসরকারী মাধ্যমে ২৫০ টাকা দিতে হবে টিকা পিছু। আজই সর্বপ্রথম সকাল ৬ টা বেজে ২৫ মিনিটে দিল্লীর AIIMS-এ করোনা টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

petrolnew k19H

পেট্রোল-ডিজেলের দাম
গতকাল এবং আজ পেট্রোল-ডিজেলের দাম একই থাকায় কিছুটা স্বস্তিতে দেশবাসী।

Gas Cylinders IANS

রান্নার গ্যাসের দাম
রবিবার মধ্যরাতেই আবারও ২৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। ঠিক যেন বিনা মেঘেই বজ্রপাত হল মধ্যবিত্তের মাথায়। ১ লা মার্চ থেকেই ২৫ টাকা বেড়ে ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিহীন সিলিন্ডারের নতুন দাম পড়ছে কলকাতায় ৮৪৫.৫০ টাকা। ভর্তুকির পরিমানের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

52831 bank of baroda pti

ব্যাঙ্ক পরিষেবা
আজ থেকে ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে যুক্ত হয়ে গেল বিজয়া এবং দেনা ব্যাঙ্ক। এবার থেকে বিজয়া এবং দেনা ব্যাঙ্কের গ্রাহকদের পার্শ্ববর্তী ব্যাঙ্ক অফ বরোদার থেকে নতুন IFSC কোড নিতে হবে এবং প্রয়োজনে www.bankofbaroda.in-এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবে। আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে এই নতুন নিয়ম।

84475 pnb pti

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
কিছুদিন আগেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত হয়েছে ওরিয়েন্টাল এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। ইতিমধ্যেই ওরিয়েন্টাল এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকরা নতুন IFSC কোড পেয়েও গিয়েছেন। তবে ৩১ শে মার্চ পর্যন্ত পুরনো কোডও কাজ করবে।

fastag deadline

FASTag
NHAI-তে ঘোষিত বিনামূল্যে FASTag-র সময়সীমা শেষ হয়ে গিয়েছে। আজ থেকে আবারও ১০০ টাকা দিতে হবে গ্রাহকদের।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর