ব্যাপক হারে দাম কমছে সোনার, রুপার দামেও দেখা গেল বিরাট পতন

বাংলা হান্ট ডেস্ক : সারা পৃথিবী জুড়ে চলছে অর্থনৈতিক অস্থিরতা। বেশ কিছু দেশ ইতিমধ্যেই নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে দিয়েছে। বাংলাদেশ, পাকিস্তান সহ আরো কিছু দেশ সেই পথে এগোচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞ মহলের। এমন অবস্থায় যদি আপনি ভবিষ্যতের জন্য সোনার সঞ্চয় করার কথা ভেবে থাকেন তাহলে আপনার জন্য একটা ভালো খবর আছে। সারা পৃথিবীর মতোই ভারতে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। পেট্রোল ডিজেল মহার্ঘ্য হওয়ার সাথে সাথেই বেড়েছে নানা ধরনের পণ্যের দাম। এমন অবস্থায় বিশ্ব বাজার তথা ভারতে কিছুটা হলেও সস্তা হয়েছে সোনা ও রূপো। সারা পৃথিবীতে সোনার দামের পতন লক্ষ্য করা গেছে।

ভারতের রাজধানী দিল্লিতে বৃহস্পতিবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৭৮ টাকা কমে ৪৯ হাজার ৮৩০ টাকা হয়েছে। আন্তর্জাতিক বাজারে বুধবার পর্যন্ত সোনার দাম প্রতি ১০ গ্রাম ৫০ হাজার ৩০৮ টাকা ছিল। বাজার বন্ধ হওয়া পর্যন্ত ওই দামে স্থির ছিল মূল্য। আন্তর্জাতিক বাজারে ১ আউন্স সোনার দাম ১ হাজার ৬৮৯ ডলার। এইচডিএফসি সিকিউরিটিজ এর মত মার্কিন ডলার শক্তপোক্ত জায়গায় পৌঁছানোর জন্য কমতে শুরু করেছে সোনার দাম।

সারা পৃথিবীতে আর্থিক মন্দার আশঙ্কায় হ্রাস শুরু হয়েছে সোনার দামে। অতীত ঘেঁটে দেখা গেছে যুদ্ধ বা আর্থিক মন্দায় সোনার দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু এবার মার্কিন ডলার এর মূল্য শক্তিশালী হওয়ার প্রচলিত ধারার উল্টোটা দেখা গেছে অর্থাৎ সোনার দাম হ্রাস পেয়েছে।

সোনার সাথে দাম হ্রাস পেয়েছে রুপোর। বৃহস্পতিবার রুপোর দাম প্রতি কেজিতে ১২৬৫ টাকা কমে ৫৪ হাজার ৩৫১ টাকায় দাঁড়িয়েছে। যা বুধবার ৫৫ হাজার ৬১৬ টাকা ছিল।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর