মোদি মন্ত্রিসভার বড় উপহার! ১০,৬০১ কোটি টাকার বিনিয়োগে পড়শি রাজ্যে হবে শিল্প, বাংলাও পাবে সুবিধা

বাংলাহান্ট ডেস্ক : ভারতের (India) এই রাজ্যে এবার আসতে চলেছে বড় অঙ্কের বিনিয়োগ (Investment)। কেন্দ্রীয় মন্ত্রী (রেলওয়ে, ইনফরমেশন, ব্রডকাস্টিং, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি) অশ্বিনী বৈষ্ণব এই রাজ্যের জন্য বড় শিল্পের কথা ঘোষণা করলেন। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালের পর থেকে ভারতের উন্নয়নে একের পর এক পদক্ষেপ নিয়েছেন।

ভারতের (India) এই রাজ্যে বিনিয়োগ নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের

এদিন অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) বলেন, “একটা বড় ফোকাস রাখা হয়েছে ভারতের (India) এই রাজ্যের জন্য। ২০১৪ সালের আগে ছিল লুক ইস্ট পলিসি। মোদিজি ক্ষমতায় এসে নাম দিয়েছেন অ্যাক্ট পলিসি। বিপুল পরিমাণ কাজের মধ্যে দিয়ে সম্পূর্ণ এলাকার পরিবর্তন আনতে হবে। যোগাযোগ ব্যবস্থা থেকে পাওয়ার সাপ্লাই, সব ক্ষেত্রেই আনতে হবে বদল।”

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া! কবে ভারতে আসছেন সুনীতা? জানিয়ে দিলেন বোন

এরই সাথে কেন্দ্রীয় মন্ত্রী জানান, এবার এই রাজ্যে তৈরি হবে নিউ ব্রাউনফিল্ড অ্যামোনিয়া ইউরিয়া কমপ্লেক্স। প্রায় ১০,৬০১ কোটি টাকার বিনিয়োগ করা হচ্ছে। তবে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে, এই বিনিয়োগ কিন্তু বাংলার জন্য করা হচ্ছে না। বিনিয়োগ হচ্ছে বাংলার পড়শি রাজ্য অসমে (Assam)। অ্যামোনিয়া ইউরিয়া কমপ্লেক্স নামক একটা নতুন প্রজেক্ট তৈরি হবে নামরূপে ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেডের (BVFCL) চত্বরেই। 

আরও পড়ুন : আর নয় অপেক্ষা! এবার 5G পরিষেবা শুরু করার পথে BSNL, সামনে এল বড় আপডেট

অসম সরকার, বিবিএফসি ও HURL, NAFL, OIL India ltd এর যৌথ উদ্যোগে তৈরি করা হবে ইউরিয়া। পাশাপাশি অশ্বিনী বৈষ্ণবের আরও দাবি, এই প্লান্টের সুবিধা পাবে বাংলা, অসম ও পাশের রাজ্যগুলি। এই প্রজেক্টের জন্য যে গ্যাস দরকার তা রয়েছে অসমে। এছাড়াও প্রাকৃতিক গ্যাস পাঠানো হবে জাতীয় ক্ষেত্র থেকেও। ইতিমধ্যেই এই প্লান্টের অনুমোদনও মিলেছে। 

Big investment for the state of India.

সূত্রের খবর, অসম সরকার, বিবিএফসি ও HURL, NAFL, OIL India ltd এর যৌথ উদ্যোগে অসমে যে ইউরিয়া প্লান্ট তৈরি হতে চলেছে সেখানে থাকবে বেশ কিছু কর্মসংস্থানের সুযোগ। নর্থ ইস্ট ও বাংলার জন্য ইউরিয়া যোগান বৃদ্ধি পাবে এই প্ল্যান্টের মাধ্যমে। পাশাপাশি ইউরিয়া রফতানির ক্ষেত্রেও আসবে নয়া দিগন্ত। মায়ানমার, বাংলাদেশ, ভূটানে ইউরিয়া রফতানির ক্ষেত্রে অনেকটাই কমবে পরিবহণ খরচ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর