আর্জেন্টিনা শিবিরে বড়ো ধাক্কা

বাংলা হান্ট ডেস্ক: এক ম্যাচের নির্বাসন, সঙ্গে ১৫০০ ডলার জরিমানা হল মেসির! হতে পারত আরও বড়ো কোনো শাস্তি।

কোপা আমেরিকার সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ল্যাটিন আমেরিকার ফুটবল সংস্থার বিরুদ্ধে মুখ খোলার জন্য লিওনেল মেসির যে শাস্তি হতে চলেছে তা একপ্রকার নিশ্চিতই ছিল। কোপা আমেরিকার সেমি ফাইনাল নিয়ে মন্তব্য রেখে আয়োজক ব্রাজিল এবং ম্যাচ রেফারিদের ‘দুর্নীতিগ্রস্ত’ হিসেবে অভিযুক্ত করেন তিনি। শাস্তি হিসেবে মেসির এক ম্যাচের নির্বাসন, সঙ্গে ১৫০০ ডলার জরিমানা করল কনমেবল।

চিলির বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে লাল কার্ড দেখে মাঠে ছাড়তে হয় মেসিকে। ম্যাচের পর বিস্ফোরক মেসি দাবি করেছিলেন যে , সেমি-ফাইনালে ব্রাজিলের কাছে হারের পর রেফারিং নিয়ে সোচ্চার হওয়ার কারণেই তাঁকে লালকার্ড দেখতে হয়েছে। কোপা কর্তৃপক্ষকে দুর্নীতিবাজ বলেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। জোর করে আর্জেন্টিনাকে ফাইনালে উঠতে দেওয়া হয়নি বলেও দাবি করেন লিওনেল মেসি। ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার জন্য সব কিছু সাজানো হয়েছে বলে দাবি তোলেন বার্সা তারকা।

শোনা যাচ্ছিল ২ বছরের জন্য নির্বাসিত হতে পারেন লিও মেসি। তবে এতটা কঠোর হয়নি কনমেবল। এই নির্বাসনের ফলে সম্ভবত ২০২২ বিশ্বকাপের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না LM10।

সম্পর্কিত খবর