কে ভগবান রাম, আমি চিনিও না মানিও না! বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক

বাংলা হান্ট ডেস্কঃ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চা প্রধান জিতন রাম মাঝি নানান সময়ে একাধিক বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে বিরাজ করেন। বিরোধীদের আক্রমণ থেকে শুরু করে জইশ জঙ্গি মাসুদকে ‘সাহেব’ বলে সম্বোধন ইস্যুর দ্বারা একাধিক বিতর্কে নাম জড়ায় তাঁর। আর এবার ভগবান রাম-কে নিয়ে তিনি এমন এক মন্তব্য করে বসলেন, যা নিয়ে বিতর্ক ছড়িয়েছে গোটা দেশে।

গতকাল জামুই জেলার সিকান্দ্রায় ভীমরাও আম্বেডকর জয়ন্তীতে যোগদান করেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম। এরপর যখন তিনি ভাষণ দেওয়ার জন্য মঞ্চে ওঠেন, ঠিক সেই সময় তাঁর বেশ কিছু বক্তব্য ঘিরে শোরগোল পড়ে যায়। প্রথমেই তিনি বলেন, “রাম কোন ভগবান নয়। আমরা জানি যে বাল্মিকী এবং তুলসীদাস রামায়ণ নামক মহাকাব্য লিখেছিলেন, তাই আমি তাদের বিশ্বাস করি। কিন্তু রামকে আমি চিনিনা।” এরপরে তিনি মঞ্চ থেকে জনতার উদ্দেশ্যে বলেন, “রাম কি আদৌ ভগবান ছিলেন নাকি! তিনি হলেন তুলসীদাস এবং বাল্মিকী রচিত মহাকাব্যের একজন চরিত্র মাত্র।”

এরপর তিনি পূজার্চনার বিষয়টি সামনে এনে বলেন, “পুজোপাঠ করে কেউ বড় মানুষ হয় না।” এছাড়াও তিনি গতকাল তফশিলি জাতির সকল মানুষের পুজোপাঠ বন্ধ করার বিষয়েও মত দেন। এছাড়াও এদিন তাঁর নিশানায় ছিল ব্রাহ্মণ শ্রেণীর একাংশ। তিনি বলেন, “যে সকল ব্রাহ্মণরা মদ এবং মাংস খেয়ে থাকে এবং যারা সব সময় মিথ্যা কথা বলে, সেই সকল ব্রাহ্মণদের থেকে আমাদের দূরে থাকতে হবে। তাদের দিয়ে কখনই পুজো করানো উচিত নয়। ফলে আপনারা যদি এরকম কোন মানুষদের চিনে থাকেন, তবে এক্ষুনি তাদের দিয়ে পুজো করানো বন্ধ করে দিন।”

স্বভাবতই তাঁর এই মন্তব্যের পর বিতর্ক সৃষ্টি হয় গোটা এলাকায় এবং বিরোধী দলগুলি প্রত্যেকেই তাঁর সমালোচনায় মুখর হয়ে ওঠে। প্রসঙ্গত, জিতেন রাম কিছুদিন পূর্বে জইশ জঙ্গী মাসুদকে ‘সাহেব’ বলে সম্বোধন করেন। যার ফলে সমাজের সকল শ্রেণীর মানুষ তাঁর সমালোচনা সোচ্চার হয়ে ওঠে। এরপর অবশ্য তিনি দাবি করেন ‘সাহেব’ শব্দটি তাঁর মুখ ফসকে বেরিয়ে গেছে । তবুও সেখানে বিতর্ক থেমে থাকেনি এবং বর্তমানে ভগবান রামকে নিয়ে তাঁর করা এই মন্তব্য যে বিতর্ক আরো বৃদ্ধি করবে, তা অনস্বীকার্য।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর