বিশ্ব ক্রিকেটের তারকাদের প্রদর্শনী ম্যাচ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ হল দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য।

কিছুদিন আগে থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, সেই আগুন এখনো পর্যন্ত নেভে নি। এই দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল। এছাড়াও বনাঞ্চলের নিকটবর্তী এলাকার মানুষজন ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের বাড়িঘর, বিষয়-সম্পত্তি, জমিজমা সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। বাঁচার তাগিদে তারা আশ্রয় নিয়েছেন নিরাপদ জায়গায়। আর তাই দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক সাহায্য করার জন্য এগিয়ে এলেন বিশ্বক্রিকেটের তারকা ক্রিকেটাররা।

দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফে ‘বুশফায়ার ম্যাচ’ আয়োজন করা হয়েছিল। সেখানে অংশগ্রহণ করেছিলেন বিশ্বক্রিকেটের তারকারা। সেই তারকাদের তালিকায় ছিলেন শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, ম্যাথু হেডেন, রিকি পন্টিং, যুবরাজ সিং ইত্যাদি আরও অনেকে।

জানা গেছে এই প্রদর্শনী ম্যাচ থেকে উপার্জিত হয়েছে ভারতীয় অর্থে প্রায় 38 কোটি টাকা। আর এই সমস্ত অর্থ তুলে দেওয়া হবে দাবানলে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের হাতে।

13996583887d1d79a7619ba01f2ec0837389f1255

এই প্রদর্শনী ম্যাচে প্রথমে ব্যাটিং করে 10 ওভারে রিকি পন্টিং একাদশ 104 রান সংগ্রহ করে, জবাবে ব্যাট করতে নেমে 10 ওভারে 103 রান সংগ্রহ করে গিলক্রিস্ট একাদশ। এর ফলে এই ম্যাচ 1 রানে জিতে নেয় পন্টিং একাদশ। উল্লেখ্য এই ম্যাচে সরাসরি অংশগ্রহণ করেননি শচীন টেন্ডুলকার তবে তিনি এই ম্যাচে পন্টিং একাদশের কোচ ছিলেন। এছাড়াও অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার এলিস পেরির অনুরোধে তিনি অবসর ভেঙে এক ওভার ব্যাটিং করার জন্য নামেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর