তদন্তে আমাকেও ডাকা হয়েছিল, কী হল তারপর? এবার বোমা ফাটালেন বিমান বসু

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুমাস ধরে একের পর এক ইস্যুতে ধুন্ধুমার দশা রাজ্যে। একদিকে যখন দুর্নীতির অভিযোগ নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে চলছে কাদা ছোড়াছুড়ি সেই আবহেই এবার মুখ খুললেন বামফ্রন্ট (CPM) চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। একেবারে চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ শানালেন এই বর্ষীয়ান বাম নেতা।

বৃহস্পতিবার বিমান বসু একের পর এক প্রশ্নবাণে বিঁধলেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে। পাশাপাশি প্রশ্ন তুললেন বিগত কিছুমাস থেকে বঙ্গে চলতে থাকা একের পর এক দুর্নীতির তদন্ত নিয়ে। এই সকল তদন্তের ভবিষ্যৎ কী হবে সেই নিয়েও প্রশ্ন তোলেন বাম নেতা। শুধু তাই নয়, তিনি নিজে যে হাজিরা দিয়েছেন, এমন এক তদন্তেরই বা কী হল সেকথাও তুলে ধরেন তিনি।

এদিন বিমান বসু বলেন, ”দুর্নীতির পাহাড়ে বসে আছে রাজ্য। আর এত বছর হয়ে গেল তদন্তের কী হল? আমাকেও ডেকেছিল একটা তদন্তে। সেটা ২১ জুলাই-এর। তারই বা কী হল। ধোঁয়াশা তৈরি করা হচ্ছে।”

Biman Basu

প্রসঙ্গত, ২১ জুলাই নিয়ে কমিশনে সাক্ষ্য দিতে গিয়ে বিমান বসু বলেছিলেন, সাধারণ মানুষের যেমন আন্দোলন করার অধিকার আছে, তেমনই পুলিশেরও অধিকার আছে আইন রক্ষা করার। ২১ জুলাইয়ের আন্দোলন সশস্ত্র ছিল। চপার, বোমা নিয়ে সেদিন পুলিশের ওপর হামলা হয়েছিল। পাশাপাশি ১৯৯৩-য়ের ২১ জুলাই কলকাতাতে ছিলেন না বলেও জানিয়েছিলেন তিনি।

যেহেতু তিনি সেদিন কলকাতায় ছিলেন না, তাই এসব কিছু তিনি কাগজে পড়েছেন বলে কমিশনের কাছে জানান জানিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান। ৩৪ বছরে কোনও সরকারি সিদ্ধান্তে তার কোনোরকম ভূমিকা ছিল না বলেও সেসময় কমিশনকে সাফ জানান তিনি। তবে কমিশনের সেই তদন্তও আজও দিনের আলো দেখেনি এই নিয়ে এদিন তীব্র কটাক্ষ করেন বিমানবাবু।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর