গুরুংয়ের দলে বড় ভাঙন, মোর্চার সভাপতিত্ব ছাড়লেন বিনয় তামাং

বাংলাহান্ট ডেস্কঃ দল এবং গোর্খা জনমুক্তি মোর্চার (gorkha janmukti morcha) সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন বিনয় তামাং (Binay Tamang)। বৃহস্পতিবার দল এবং পদ ত্যাগ করলেও, এখনই অন্য কোন দলে যাবেন কিনা সেবিষয়ে কিছু জানায়নি বিনয় তামাং। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চাইছেন না তিনি।

দল এবং পদ ছাড়ার প্রসঙ্গে দার্জিলিং-এ সাংবাদিক সম্মেলন করে বিনয় তামাং জানান, ‘সেই ২০০৭ সাল থেকে আমি দলের সঙ্গে যুক্ত আছি। তবে বর্তমান সময়ে দলের মধ্যে মতবিরোধ তৈরি হওয়ায়, ক্রমশ গুরুত্ব হারাচ্ছিলাম। দলের কারো প্রতি আমার কোন রাগ অভিমান নেই। ২০১৯ -র লোকসভা এবং ২০২১ -র বিধানসভা নির্বাচনে দলের বিপর্যয়ের দায় কাঁধে নিয়েই আমি দল ছাড়ছি। তবে আশা করব, এই বিষয়ে বিমল গুরুং অন্তত আমাকে ভুল বুঝবেন না’।

aa Cover 70rdrdt1b5a9tr4ut9lnu63ur1 20180218063012.Medi

অন্যদিকে এবিষয়ে অনীত থাপা জানিয়েছেন, ‘বিমল গুরুংয়ের আমল থেকে আমরা একসঙ্গে রাজনীতি করছি, ওনার প্রতি আমার সম্মান, ভবিষ্যতেও সমান থাকবে। তবে ওনার ইস্তফার বিষয়ে কিছু জানতাম না, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানতে পারি সবটা। দলের কর্মীদের বলব মনোবল যাতে না ভাঙে সেদিকে লক্ষ্য রাখব। শুক্রবারই কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাকা হয়েছে, সেখানেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি ওনার দেখা নতুন পাহাড় গড়ার স্বপ্নটা, আমরা সফল করে তুলব’।

প্রসঙ্গত, ২০১৭ সালে পাহাড়ে তীব্র অশান্তির জেরে বিমল গুরুং পালিয়ে যাওয়ার পর থেকেই বিনয় তামাং ও অনীত থাপা নতুন গোর্খা জনমুক্তি মোর্চা গঠন করার কারণে, বিনয়পন্থী মোর্চা এবং বিমলপন্থী মোর্চা- এই দুই ভাগে পাহাড় ভাগ হয়ে যায়। এরপর বিধানসভা নির্বাচনেও পৃথকভাবে লড়াই করার পর, কালিম্পংয়ে অনীত থাপার দলের বিধায়ক জয়ী হওয়ার পর থেকে রাজ্য সরকারের কাছে তাঁর দাম আরও বেড়ে যায়। নির্বাচনে হারের কারণে নিজেকে কিছুটা গুরুত্বহীন বলে মনে করছিলেন বিনয় তামাং। যার কারণেই এরকম সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর