৬ বছর থেকে শিক্ষককে স্কুলে ঢুকতে দিচ্ছেন না TMC নেতা! অভিযোগ পেয়ে কড়া ডোজ বিচারপতির

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে ধুন্ধুমার গোটা রাজ্যে। শিক্ষক কেলেঙ্কারিতে একে একে নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের বহুজনার। উঠে আসছে ভুরিভুরি অভিযোগ। এবার সামনে আরেক কাহিনী। স্কুল শিক্ষককে (School Teacher) স্কুলে ঢুকতে দিচ্ছেন না তৃণমূল নেতা (TMC Leader)! শেষমেষ আদালতের দ্বারস্থ ওই শিক্ষক।

কী জানা যাচ্ছে? মহম্মদবাজারের তেঁতুলবেড়িয়া জুনিয়র হাইস্কুলের ইতিহাসের শিক্ষক সৌমেন্দ্রনাথ। তার অভিযোগ,’স্কুলে অবৈধ নির্মাণে বাধা দেওয়ায় স্কুলে ঢুকতে দিচ্ছেন না স্থানীয় তৃণমূল নেতা রাজারাম ঘোষ।’ আর এই ঘটনা চলে আসছে প্রায় ৬ বছর আগে থেকে। শিক্ষকের অভিযোগ, ২০১৭ সাল থেকে তাকে স্কুলে ঢুকতে দিচ্ছেন না শাসকদলের ওই নেতা।

শুধু তাই নয়, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে তার বেতনও বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। সৌমেন্দ্রনাথ জানান, এই বিষয়ে মুখ্যমন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রী, জেলাশাসককে চিঠি দিয়েও কোনো সুরাহা হয়নি। আর কোনো পথ না থাকায় শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষক।

high court

এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে মামলাটি ওঠে। সমস্ত ঘটনা শুনে এই মামলার পরবর্তী শুনানিতে স্কুল কর্তৃপক্ষ ও স্কুল পরিচালন সমিতির সচিবের হাজির হতে হবে বলে জানিয়ে দেন বিচারপতি। পাশাপাশি তাদের হাজিরা নিশ্চিত করতে বীরভূমের এসপি-কে নির্দেশও দিয়েছেন তিনি। আগামী ৮ মে হাজিরা নিশ্চিত করানোর নির্দেশ হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর