মুখ্যমন্ত্রীর বীরভূম সফরে ছবি থাকবে না অনুব্রতর! কেষ্টকে কী ছেঁটে ফেলল তৃণমূল?

বাংলা হান্ট ডেস্কঃ বহুদিন যাবৎ গরু পাচার মামলায় জেলবন্দি হেভিওয়েট তৃণমূল নেতা তথা ‘বীরভূমের বাঘ’ অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। সামনেই পঞ্চায়েত ভোট, সেই নির্বাচনে পাখির চোখ করে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। স্বাভাবিকভাবেই তাতে সশরীরে যোগদান করতে পারবেন না কেষ্ট। তবে এবার কোনো ছবি, পোস্টারেও দেখা যাবেনা অনুব্রতকে। তাঁর নাম নিয়ে বলাও যাবেনা কিছু। একদমই তাই, শনিবারের তৃণমূলের জেলা কমিটির বৈঠকে ঠিক এমনটাই নির্দেশ দিয়েছেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী।

এই প্রসঙ্গে তৃণমূলের জেলা মুখপাত্র মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য, ‘‘অনুব্রতর অনুপস্থিতিতে তাঁর কর্মীরা, তাঁর সংগঠন কেমন কাজ করছে তার পরীক্ষা দিতে হবে।’’ তবে কেন রাখা যাবে না কেষ্টর কোনো ছবি! না সেই বিষয়ে মুখ খোলেননি তিঁনি। তাঁর দাবি, ‘‘অনুব্রত মণ্ডলের ছবি আমাদের সকলের হৃদয়ে আছে। তাঁকে সামনে রেখেই আমরা চলছি।’’ এই বিষয়ে কোর কমিটির এক সদস্য অভিজিৎ সিংহ বলেন, “কিছু আইনি জটিলতা রয়েছে বলেই দল এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।”

জানিয়ে রাখি, আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আগামী ৩০ জানুয়ারি বীরভূম (Birbhum) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরের দিন প্রশাসনিক সভা করবেন তৃণমূল সুপ্রিমো। এরপর আগামী ১ ফেব্রুয়ারী বোলপুরের ডাকবাংলো মাঠে প্রশাসনিক সভার আয়োজন করা হয়েছে। বর্তমানে অনুব্রতহীন বীরভূম। তাই সেখানের সভার রণকৌশল তৈরী করতে শনিবার বিকালে বোলপুরে দলের সদর দফতরে একটি বৈঠকের আয়জন করা হয়।

সূত্রের খবর এই বৈঠকে তিনলক্ষ মানুষের সমাগমের লক্ষ্য নিয়েছে শাসকদল। যার দায়িত্বে রয়েছে বোলপুর লাগোয়া মূলত চারটি ব্লক, বোলপুর, লাভপুর, নানুর ও সিউড়ি-২ ব্লককে। দল তরফে নির্দেশ প্রত্যেকটি বুথ থেকে সমর্থক ঠাসা বাস নিয়ে পৌঁছতে হবে সভায়। তার জন্যে মোট কতগুলি বাস দরকার, তা আগে থেকেই জানাতে বলা হয়েছে। এককথায় জোর কদমে চলছে মুখ্যমন্ত্রীর জেলা সফরের প্রস্তুতি।

anubrara

জানা গিয়েছে, অনুব্রত না থাকায় দলের যে কোনোরূপ ক্ষতি হয়নি তা বিরোধীদের সরেজমিনে বুঝিয়ে দিতে প্রচুর কর্মী সমর্থকদের জড়ো করার লক্ষ্য নিয়েছে শাসকদল। তবে যেখানে জেলবন্দি অনুব্রতর হয়ে একাধিকবার হুঙ্কার করেছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দলের একাধিক নেতৃত্ব, সেখানে সভার ঠিক আগ মুহূর্তে অনুব্রতর ছবি না রাখার নির্দেশিকায় বিস্মিত সকলেই। অন্যদিকে, বিরোধীদের দাবি, জেলবন্দি অভিযুক্ত অনুব্রতকে সংগঠন থেকে ছেঁটে ফেলতেই এহেন সিদ্ধান্ত নিয়েছে শাসকদল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর