ভোটের আগে মিথ্যে প্রচার করেছি, ক্ষমা চেয়ে তৃণমূলের হয়ে প্রচার বিজেপি কর্মীদের

বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচনে ফের একবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের তিনটি আসন থেকে ৭৭ আসনে পৌঁছালেও ক্ষমতায় আসার স্বপ্ন পূরণ হয়নি বিজেপির। তার জেরেই নির্বাচন-পরবর্তী হিংসার কারণে ঘরছাড়া হতে হয়েছে অনেক রাজনৈতিক কর্মীকে। বারবারই খবরের শিরোনামে উঠে এসেছেন তারা। কখনো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠেছে জরিমানা করার অভিযোগ, কখনো বা কান ধরে ওঠবস করানো হয়েছে বিজেপি কর্মীদের। এমনটাই বারবার অভিযোগ করেছেন বিজেপি নেতৃত্ব। তবে এবার দেখা গেল কিছুটা উলটপুরান। স্বতঃস্ফূর্তভাবেই ‘মিথ্যা প্রচার করেছিলাম’ বলে ক্ষমা চাইতে গ্রামবাসীর কাছে বের হলেন বিজেপি কর্মীরা।

bombing in Ghatal allegations against Tmc, injured BJP MLA

ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরে। এদিন বিজেপি কর্মীরা একটি টোটো ভাড়া করে মাইক হাতে প্রচারে বের হন। এদিন তাদের মুখে ছিল না কোনও দলীয় স্লোগান। টোটোতে বিজেপির দলীয় পতাকা লাগানো থাকলেও তাদের মুখে ছিল ক্ষমা প্রার্থনা। তারা বলেন, “আমরা বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে তৃণমূলের নামে অনেক মিথ্যা প্রচার করেছি, যেটা ঠিক হয়নি। তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আমরা মানুষকে তৃণমূলের নামে ভুল বুঝিয়েছি। তাই আমরা গ্রামের মানুষের কাছে ক্ষমাপ্রার্থী।” শুধু গ্রামবাসী নয় স্থানীয় তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহের কাছেও ক্ষমা প্রার্থনা করেন ওই ৩০-৪০ জন বিজেপি কর্মী।

BJP

এমনকি স্থানীয় বিধায়কের কাছে তাদের তৃণমূলে ফেরানোরও অনুরোধ জানান তারা। আজ তাদের মুখে ছিল “মা মাটি মানুষ জিন্দাবাদ”, “মমতা ব্যানার্জি জিন্দাবাদ” স্লোগান। স্বাভাবিকভাবেই এই ঘটনা দৃষ্টি আকর্ষণ করেছে সকলের। একুশের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হলেও তেমনভাবে বড় ছাপ ফেলতে পারেনি বিজেপি। তার জেরে ইতিমধ্যেই দলের মধ্যেও শুরু হয়েছে ছোট ছোট গৃহযুদ্ধ। এদিন বিজেপি কর্মীদের দল ছাড়ার আবেদনে কি দেখা গেল সেই ছবিটাই? নাকি এর পিছনে আছে অন্য কোনো প্রচ্ছন্ন ঘটনা উঠছে প্রশ্ন?

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর