‘মোদীর পিছনে কাঠি করলে…’, বিরোধীদের কড়া হুঁশিয়ারি দিলীপের

বাংলা হান্ট ডেস্কঃ নিজের কড়া কড়া মন্তব্যের জন্য সর্বদাই বিতর্কের শিরোনামে জায়গা করে নেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আর এবারেও তার অন্যথা হল না। শনিবার বাঁকুড়া (Bankura) শহরের মাচানতলায় ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগ দেন দিলীপবাবু। সেখান থেকেই বিরোধীদের আক্রমণ শানিয়ে তিনি বলেন, “মোদীর পিছনে কাঠি দিলে উদ্ধব ঠাকরে হবে, নীতিশ কুমার হবে, মুলায়ম হবে। বাকি শেষে মমতার হবে।”

শুধু তাই নয়, দিলীপবাবু আরও বলেন, “আমরা সমাজের সঙ্গে আছি। যারা পিছনে লাগবে আজ হোক বা কাল, হয় ভগবান না হলে সিবিআই নিয়ে যাবে”। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে নেতা বলেন যে ‘বাঁচার কোনও রাস্তা নেই। একটা সময় জঙ্গলমহলের মানুষ বাঘ, হাতির সঙ্গে লড়াই করে বেঁচে ছিলেন। এখন তার চেয়েও ‘ভয়ঙ্কর তৃণমূল’।

তার সংযোজন, “যারা এত বছর ধরে দেশের সম্পদ লুঠ করেছে, তারা সবাই একে একে তিহাড়ে গিয়েছে। লাইনে আরও রয়েছে, অনেকেই যাবে। নিয়ে ওখানে গিয়ে সব একসঙ্গে বসে ‘বিরোধী ঐক্য মঞ্চ’ তৈরি করবে। তাতে যদি ওদের কিছু লাভ হয়”।

dilip ghosh

এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। বলেন, “বাংলার গৌরব বলা হয়, কীসের গৌরব আমি তো বুঝতে পারছি না। ওনার মতো বিখ্যাত মানুষের এই ধরনের কার্যকলাপ শোভা পায় না। এখানে জমি ছেড়ে দিলেও তো সমস্যা মিটে যায়”। তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার অমর্ত্য সেন ও জমি বিতর্কে মন্তব্য করেছেন তিনি।

পাশাপাশি পঞ্চায়েত ভোট পূর্বে তৃণমূল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, “উনি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) এখন অমিত শাহ, নরেন্দ্র মোদীদের নকল করছেন।” তবে এসব করেও লাভের লাভ কিছুই হবেনা বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর