কর্ণাটক বিধানসভা উপনির্বাচন: বড়সড় জয় পেল বিজেপি, পাত্তা পেলনা কংগ্রেস ও জেডিএস

বাংলা হান্ট ডেস্ক :পর পর হাতছাড়া হয়েছে কর্ণাটক, মহারাষ্ট্র, হরিয়ানা। একেবারে শিরে সংক্রান্তি অবস্থা গেরুয়া শিবিরের। আর এরই মধ্যে ছিল কর্ণাটক বিধানসভা উপনির্বাচন। বিজেপির চিন্তার ভাঁজ তো অবশ্যই ছিল। কারণ, যেভাবে মহারাষ্ট্রের শেষ হয়েও হইলনা শেষ গোছের অবস্থা হয়েছিল বিজেপির, ঠিক তেমনটা যদি হয়। কিন্তু তেমনটা যে হল না।
কারণ, কর্ণাটকের যে ১৫টি আসনে নির্বাচন হয়েছে তারমধ্যে ১২টিতে জয় পেয়েছে বিজেপি।

৭টি আসনের দরকার থাকলেও দ্বিগুণের থেকে বেশি আসনে জয়ী হয়েছে বিজেপি। ২টি আসনে কংগ্রেস ও একটি আসনে নির্দল প্রার্থী। যেখানে গতবছরের কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপির  আসন ছিল মাত্র ১টি আর কংগ্রেসের ১১টি। অথচ বছর ঘুরতে না ঘুরতেই ভোলবদল।

তাই ইয়েদুপ্পার সরকার যে টিকে থাকছে তা বোছাই যাচ্ছে। তাহলে সব মিলিয়ে বিজেপির আসন সংখ্যা দাঁড়াল ১১৮.ম্যাজিক ফিগারের থেকে ৫টি বেশি। তাই কর্ণাটকেও যে গেরুয়া ঝড় উঠছে তা বোঝা গেল। যদিও এবারের উপনির্বাচন হওয়ার কথা ছিল ১৭টি আসনে কিন্তু নির্বাচন কমিশনের তরফে ১৫টিতে আসনে লড়াই করার কথা জানানো হয়।

আর এই সুযোগগেক কাজে লাগিয়ে বিজেপি কংগ্রেসের ও জেডিএসের সমস্ত বিদায়ী প্রার্থীদের কাজে লাগিয়ে শেষ হাসি হাসে। আর জয়ের প্রসঙ্গে বলতে গিয়ে, ইয়েদুরাপ্পা বলেন, “এই জয়ে আমি খুব খুশি। এবার কোনও বাধা বিপত্তি ছাড়াই আমরা জনমুখী সরকার চালাতে পারব।”

সম্পর্কিত খবর