‘সন্দেশখালির মতো লজ্জাজনক ঘটনা নিয়েও রাজনীতি করছেন’! বাংলায় এসে মমতাকে আক্রমণ শাহের

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আবহে বুধবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নানান ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করেন তিনি। প্রধানমন্ত্রীর মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও সন্দেশখালি ইস্যু নিয়ে সুর চড়ান। এমন লজ্জাজনক ঘটনা নিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজনীতি করছেন বলে দাবি করেন তিনি।

শাহ বলেন, ‘মমতা দিদি আপনি তো একজন মহিলা মুখ্যমন্ত্রী। আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। সন্দেশখালির মতো লজ্জাজনক ঘটনা নিয়েও আপনি রাজনীতি করছেন? আপনার নাকের নীচে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা মহিলাদের ওপর অত্যাচার করছিল। ধরতে গেলে ইডির ওপর হামলা করা হয়। হাই কোর্ট বলার পর সারেন্ডার করেছে। আমি আজ মমতা দিদিকে জিজ্ঞেস করতে চাই, তোষণের রাজনীতি করে ভোট নেওয়ার জন্য সন্দেশখালির অপরাধীদের আপনি বাঁচাচ্ছেন?’

এরপরেই উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন ছোঁড়েন শাহ। বিজেপি (BJP) নেতা বলেন, ‘মা বোনেদের আমি জিজ্ঞেস করব, যারা সন্দেশখালির অপরাধীদের বাঁচাতে চায়, তাঁদের কি ভোট দেওয়া উচিত?’ আজকের সভা থেকে ভূপতিনগরে এনআইএ-র ওপর হওয়া হামলার (Bhupatinagar NIA Attack) ঘটনা নিয়েও সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুনঃ জ্যোতিপ্ৰিয় চুনোপুটি! রেশন দুর্নীতিতে এবার এই ‘রাঘব বোয়ালে’র নাম, শীঘ্রই চার্জশিট দেবে ED

বর্তমানে এই ইস্যু নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। হাই কোর্ট অবধি গড়িয়েছে বিষয়টি। আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। এই নিয়ে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বোমা বেঁধে যারা বিস্ফোরণ করেছেন, এনআইএ-র ওপর হামলা করেছেন, তাঁদের বাঁচানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লজ্জা হওয়া উচিত’।

union home minister amit shah rally

এরপর সভায় উপস্থিত জনতাকে আশ্বস্ত করে বিজেপি নেতা বলেন, ‘কেউ চিন্তা করবেন না। হাই কোর্টের তরফ থেকে এনআইএ-র তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সবাইকে উল্টো ঝুলিয়ে সোজা করা হবে’। এদিন সাধারণ মানুষের উদ্দেশে আর্জি করে শাহ বলেন, ‘এত রাগে বোতাম টিপবেন যাতে কলকাতায় মমতা দিদির গায়ে কারেন্ট লাগে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর