পুরসভার প্রকল্পে প্রায় ১০ কোটি টাকা তছরুপ, গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন ম মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচনের আগে শুরু হওয়া রাজনৈতিক টালমাটালে দলবদল করেছিলেন একাধিক তৃণমূল নেতা। তখন ঘাসফুল শিবির জানিয়েছিল, এদের অনেকেই দুর্নীতির সঙ্গে যুক্ত, আগামী বিধানসভা নির্বাচনের টিকিট পাবেন না জেনেই অন্য দলে নাম লিখিয়েছেন তারা। কার্যত তৃণমূলের এই অভিযোগ এবার সত্যি প্রমাণিত হল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ রবিবার দৃষ্টান্তমূলকভাবে গ্রেপ্তার হলেন বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

মমতা ব্যানার্জির প্রায় ৫৫ টি প্রকল্প চরম দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মন্ত্রী এবং বিধায়ক হওয়ার সাথে সাথে বাম এবং তৃণমূল জামানা মিলিয়ে গত প্রায় ৩৪ বছর ধরে বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যানও ছিলেন তিনি। এবার তার বিরুদ্ধেই অভিযোগ উঠল, প্রায় ১০ কোটি টাকা তছরুপের। বাঁকুড়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার কার্যকালে ৫৫টি প্রকল্পের টেন্ডার হয়েছিল। কিন্তু একটিরও কাজ বাস্তবায়িত হয়নি। যা নিয়ে মহকুমা শাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠান ভিজিলান্স অফিসার। মহাকুমা শাসকের রিপোর্টে দেখা যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কার্যকালে হিসেবে গন্ডগোল হয়েছে প্রায় ১০ কোটি টাকার।

আর সেই সূত্র ধরেই আজ তাকে গ্রেপ্তার করল বাঁকুড়া জেলা পুলিশ। জানা গিয়েছে আজকেই তাকে আদালতে তোলা হবে এবং আদালতের কাছে পুলিশ হেফাজতও চাওয়া হবে বাঁকুড়া পুলিশের পক্ষ থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। যদিও নির্বাচন শেষ হতে না হতেই ফের একবার দলবদলের ইঙ্গিতও দিতে শুরু করেছিলেন তিনি।

কিন্তু আজ তার এই গ্রেপ্তারের বিজেপির অস্বস্তি যে কার্যত বাড়লো এ নিয়ে কোন সন্দেহ নেই। আপাতত তার নামে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা, ৪০৬ ধারায় বিশ্বাসভঙ্গ এবং ৪০৯ ধারায় পদে থেকে সরকারি সম্পত্তি তছরুপের মামলা দায়ের করেছে পুলিশ। এখন আগামী দিনে এই ঘটনা কোন দিকে গড়ায়, সে দিকেই নজর থাকবে সকলের।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর