ভোটের দিন বালিগঞ্জে অজানা কারণে পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেতা, চাঞ্চল্য এলাকায়

বাংলাহান্ট ডেস্কঃ সপ্তম দফা নির্বাচনে গ্রেফতার হলেন বালিগঞ্জ (ballygunge) বিধানসভার মন্ডল সভাপতি নেপাল মন্ডল (nepal mandal)। বালিগঞ্জ থানার পুলিশ তাঁকে গ্রেফতার করলেও, সঠিক কোন কারণ দেখাতে পারেনি। এই নিয়ে আবার পুলিশের সঙ্গে বচসায় জড়ান বালিগঞ্জ বিধানসভার প্রার্থী লোকনাথ চ্যাটার্জি।

বাংলায় চলছে সপ্তাম দফা নির্বাচন। বাংলায় গদি দখলের লড়াই অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। একদিকে চলছে শাসক দলের গদি বাঁচানোর লড়াই, আর অন্যদিকে সেই গদি তৃণমূলের থেকে ছিনিয়ে নিতে চাইছে বিজেপি। নির্বাচনের মাঝে ঝড়ের গতিতে সংক্রমণ বাড়লেও, প্রচারে কিছু নিষেধাজ্ঞা জারির পর করোনা আবহেই চলছে নির্বাচন পর্ব। আর বাকি মাত্র ১ দফা। তারপরই ২ রা মে ফলাফল।

bjp flag 1616231328

সপ্তম দফা নির্বাচনে বালিগঞ্জ বিধানসভার মন্ডল সভাপতি নেপাল মন্ডলকে গ্রেফতার করার ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ঠিক কি কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সেই সদুত্তর এখনও দিতে পারেনি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে, অতীতের কোন মামলার জেরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে সঠিক কারণ এখনও জানা যায়নি।

মন্ডল সভাপতিকে গ্রেফতারের পর সেখানে উপস্থিত হন বালিগঞ্জ বিধানসভার প্রার্থী লোকনাথ চ্যাটার্জি। গ্রেফতারের কারণ জানতে চাইলে, পুলিশের সঙ্গে বচসায় জড়ান তিনি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর